• রোজগারের সামান্য টাকাতেই ফুটবল কোচিং ক্যাম্প চালান পেশায় ডেলিভারি কর্মী সুব্রত
    বর্তমান | ২১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়িতে বাড়িতে জিনিস পৌঁছে দেওয়ার কাজ করেন। রোজগার বেশি নয়। কিন্তু যতটুকু টাকা রোজগার হয় তার অধিকাংশ খরচ করেন ফুটবলের পিছনে। পাড়ার ছেলেদের বিনামূল্যে ফুটবল শেখাতে কোচিং ক্যাম্প চালাচ্ছেন বামনগাছির কুলবেড়িয়ার সুব্রত বিশ্বাস। 

    তাঁর বক্তব্য, এখন শিশু বয়স থেকেই মোবাইলে আসক্তি জন্মায় অনেকের। অনেকে অল্প বয়সে নেশা করাও শুরু করে দেয়। ফলে মাঠে গিয়ে খেলাধুলোর চল উঠে গিয়েছে। এরকম পরিস্থিতি থেকে এলাকার শিশু-কিশোর-যুবকদের বাঁচাতে সুব্রতবাবু ফুটবল শেখানোর উদ্যোগ নিয়েছেন। ছোটদের বিনামূল্যে ফুটবল প্রশিক্ষণ দেন। তিনি নিজেও একজন ফুটবলার। তবে পায়ে চোট লাগার কারণে বড় কোনও ক্লাবে খেলতে পারেননি। এই আক্ষেপ রয়েছে তাঁর। তবে বর্তমানে ছোট-বড় টুর্নামেন্ট খেলেন। আর হোম ডেলিভারির কাজ করেন। তা করে যে টাকা রোজগার হয় তা দিয়ে কোচিংয়ের জন্য নতুন ফুটবল, জার্সি সহ অন্যান্য সরঞ্জাম কেনেন। কালেভদ্রে খেলার সামগ্রী কিনতে ছাত্ররাও সাহায্য করে। সুব্রতর ইচ্ছে, প্রশিক্ষণের পর ছাত্ররা বড় ক্লাবে খেলুক। কোচিংয়ের ছাত্ররা প্রশিক্ষণ কেন্দ্রটির নাম দিয়েছে, সুব্রত ফুটবল অ্যাকাডেমি। সেখানে প্রায় ১০০ জন প্রশিক্ষণ নেন। কখনও বাইরে থেকে পেশাদার প্রশিক্ষককে ডেকে নিয়ে আসেন সুব্রত। তিনি বলেন, আমি রুটিন করে এই কোচিং চালাচ্ছি। ডেলিভারির টাকাতে এটা চালাচ্ছি প্রায় তিন বছর ধরে। কোচিং সেন্টারের জন্য যা যা প্রয়োজন সবটাই আমি খরচ করি। খেলোয়াড়দের পোশাক, ফুটবল সহ অন্যান্য সামগ্রী কিনে দি। আমি আশাবাদী, এখান থেকে ফুটবল খেলা শিখে অনেকে বড় টুর্নামেন্ট খেলবে। সেই প্রতিভা আছে অনেকের মধ্যে। প্রশিক্ষণ নিতে আসা খেলোয়াড়রা বলেন, সুব্রত স্যার আমাদের যথেষ্ট যত্নের সঙ্গে প্রশিক্ষণ দেন। শনি ও রবিবার ছাড়া সপ্তাহের বাকি পাঁচ দিন বিকেলে রুটিন করে ক্লাস হয়।’
  • Link to this news (বর্তমান)