• পাভলভ থেকে নিখোঁজ, ১৭ বছর পর বাড়ি ফিরলেন দেগঙ্গার ঋতুপর্ণা
    বর্তমান | ২১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মানসিক ভারসাম্যহীন মহিলা শুধু বলতেন, ‘বাড়ির পাশে পুকুর আছে।’ সেই সূত্র ধরে এগিয়ে অবশেষে ১৭ বছর পর বাড়ি ফেরানো গেল তাঁকে।

    ১৭ বছর আগে কলকাতার পাভলভ হাসপাতালে ভর্তি করা হয়েছিল মহিলাকে। একদিন হঠাৎ নিখোঁজ। বিভিন্ন জায়গায় বহু খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। তার বহু বছর পর গত ৩০ জুন ডায়মন্ডহারবার স্টেশনের কাছে রেল পুলিস অচৈতন্য অবস্থায় এক তরুণীকে উদ্ধার করে। ভর্তি করে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে। দেড় মাস চলে চিকিৎসা। ক্রমে সুস্থ হয়ে ওঠেন মহিলা। কথাবার্তা বলার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে তাঁর নাম ঋতুপর্ণা। এরপর পুলিসে জানান তাঁরা। পুলিস মহিলার বাড়ির ঠিকানা জানতে চাইলে তিনি চুপ করে থাকতেন। শুধু বলতেন, ‘বাড়ির পাশে  পুকুর আছে।’ ক্রমশ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া কঠিন হয়ে পড়ে। শেষমেশ খবর দেওয়া হয় হ্যাম রেডিওকে। তারা বিভিন্নভাবে খোঁজ চালিয়ে জানতে পারে, ঋতুপর্ণাদেবীর বাড়ি উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের নোয়াজসপুর গ্রামের শ্বেতপুরে। তারপর পরিবারকে খবর দেওয়া হয়। প্রথমে ঋতুপর্ণাকে ফেরাতে অস্বীকার করে তারা। তবে পঞ্চায়েত ও দেগঙ্গার বিডিও’র নির্দেশে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা হয়। তারপর রাজি হয় পরিবার। মঙ্গলবার ঋতুপর্ণার দাদা শশধর সর্দার হাসপাতালে আসেন বোনকে বাড়ি ফিরিয়ে নিতে। দাদার হাতে রাখি বেঁধে দেন ঋতুপর্ণা। রওনা দেন বাড়ির পথে শ্বেতপুরের দিকে। 
  • Link to this news (বর্তমান)