• তারকেশ্বর শ্রাবণী মেলায় ৮০ লক্ষ ভক্ত, ৮০০ কোটির ব্যবসা
    বর্তমান | ২১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা তারকেশ্বর: হরিপালে শ্রাবণী মেলার সমাপ্তি অনুষ্ঠান হলো মঙ্গলবার। শ্রাবণ মাসে এই মেলায় তারকেশ্বরে এসেছিলেন প্রায় ৮০ লক্ষ মানুষ। মেলাকে কেন্দ্র করে ব্যবসায়িক লেনদেন হয়েছে প্রায় ৮০০ কোটি টাকার। এই মেলাকে নির্মল মেলা হিসেবে ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্যা, চন্দননগরের মহকুমা শাসক বিষ্ণু দাস, বিধায়ক করবী মান্না, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া প্রমুখ।  এদিন তারকেশ্বর মন্দির প্রাঙ্গণ পরিষ্কারের কাজ করেন মন্ত্রী, তারকেশ্বরের বিধায়ক রামেন্দুসিংহ রায় সহ তারকেশ্বর পুরসভার প্রতিনিধিরা। এছাড়াও সিঙ্গুর, হরিপাল ও তারকেশ্বর ব্লক ও পুর এলাকায় ‘নির্মল শ্রাবণী মেলা’ নামে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। মন্ত্রী জানান, শ্রাবণী মেলার জন্য মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরকে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী কাজ হয়েছে। দু’দিন গঙ্গা আরতির আয়োজন করা হয়। ২১ জুলাই থেকে ১৯শে আগস্ট পর্যন্ত চলেছে মেলা। জানা গিয়েছে, প্রথম সপ্তাহে প্রায় পাঁচ লক্ষ, দ্বিতীয় সপ্তাহে প্রায় ১০ লক্ষ ও তৃতীয় সপ্তাহে অর্থাৎ আগস্ট এর প্রথম সপ্তাহে প্রায় ২২ লক্ষ পুণ্যার্থীর আগমন হয়। এছাড়া প্রতিদিন প্রায় ২৫ হাজার মানুষ পায়ে হেঁটে গঙ্গাজল নিয়ে এসেছিলেন। নেপাল, বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকেও এসেছিলেন পুণ্যার্থীরা। এই মেলাকে নির্মল শ্রাবণী মেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)