• ট্রেন পরিষেবা অনিয়মিত, ১৯ সেপ্টেম্বর রেল অবরোধের ডাক বাগনানে  
    বর্তমান | ২১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: অনিয়মিত রেল চলাচল, বিভিন্ন রেল স্টেশনের উন্নতিকরণ সহ একাধিক দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রেল অবরোধের ডাক দিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-জকপুর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন সূত্রে খবর, ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে বাগনান স্টেশনে অবরোধ কর্মসূচি পালন করা হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই এব্যাপারে রেলমন্ত্রী, রেল বোর্ডের চেয়ারম্যান, ডিআরএম সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে অবরোধের কথা জানানো হয়েছে। 

    দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখায় দীর্ঘদিন ধরেই লোকাল ট্রেন অনিয়মিত চলে। নিত্যদিনের এই ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা। গত মাসে টিকিয়াপাড়া স্টেশনে অবরোধ করে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা। দীর্ঘক্ষণ চলে ওই রেল অবরোধ। পরে রেলের আধিকারিকদের আশ্বাসে অবরোধ ওঠে। নিত্যযাত্রীদের অভিযোগ, এই আশ্বাসের পরেও রেল চলাচল স্বাভাবিক হয়নি। তাই আরও একবার রেল কর্তৃপক্ষের নজর টানতে অবরোধের ডাক দিল নিত্যযাত্রীদের সংগঠন।

    অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অজয় দলুই বলেন, সময় মেনে ট্রেন চালানোর পাশাপাশি একাধিক দাবিতে আমরা ওই দিন রেল অবরোধের ডাক দিয়েছি। তাঁর অভিযোগ, দক্ষিণ-পূর্ব রেলের এই ডিভিশনে দীর্ঘদিন ধরেই নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে ট্রেন চলে। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। এই বিষয়ে রেল কর্তৃপক্ষ কোনও গুরুত্বই দিচ্ছে না। অজয়বাবু বলেন, এছাড়াও ঘোড়াঘাটা স্টেশনের প্ল্যাটফর্ম প্রায় দু’ফুট নিচু। ফলে অনেক সময় ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান যাত্রীরা। বাগনানকে অমৃত ভারত স্টেশন হিসেবে ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত কোনও কাজ শুরু হয়নি। বাগনান স্টেশনের দক্ষিণ দিকে টিকিট কাউন্টারের কাছে শেড তৈরির আশ্বাস দেওয়া হলেও তা এখনও হয়নি। এছাড়াও একাধিক কারণ রয়েছে। এইসব দাবির ভিত্তিতেই ১৯ সেপ্টেম্বর রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে। অজয়বাবুর দাবি, ওই অবরোধে নিত্যযাত্রীরা ছাড়াও ফুলচাষি, পানচাষিরাও শামিল হবেন।
  • Link to this news (বর্তমান)