• ফিমেল ওয়ার্ডে পুরুষের দাপাদাপি, উঠল হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
    ২৪ ঘন্টা | ২১ আগস্ট ২০২৪
  • তথাগত চক্রবর্তী: হাসপাতালের ফিমেল ওয়ার্ডে পুরুষদের দাপাদাপি ৷ শুধু তাই নয়, ওয়ার্ডে ঢুকেই তারা শুয়ে পড়ছেন। এমনকি বসেও থাকছেন আড্ডাও মারছেন ৷ প্রতিবাদ জানিয়েও মিলছে না সুফল ৷ এমনই ছবি ধরা পড়ল কুলতলি ব্লক হাসপাতালে ৷ শুধু মহিলা রুগীরাই নন, নিরাপত্তার অভাবে ভুগছেন কুলতলি ব্লক হাসপাতালের চিকিৎসক, নার্স ও চিকিৎসার সাথে যুক্ত কর্মীরাও ৷ হাসপাতালে কোনও সিসিটিভি ক্যামেরা নেই ৷ হাসপাতালের প্রবেশ দ্বারে সিভিক পুলিস মোতায়েন থাকলেও সবসময় তাদের দেখা পাওয়া যায় না ৷ রোগীর সাথেই জোর করে হাসপাতালে ঢুকে যান অনেকেই ৷ রাত-বিরেতেও অচেনা অজানা মানুষের আনাগোনা লেগে থাকে ৷ ফলে আতঙ্কে রয়েছেন হাসপাতালের চিকিৎসক থেকে আরম্ভ করে নার্স ও স্বাস্থ্য কর্মীরা ৷

    এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক হাসপাতালের নিরাপত্তায় গাফিলতির বিষয়টি মেনে নিয়েছেন। নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে সিসিটিভি লাগানো সহ একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। চব্বিশ ঘন্টায় পুলিসি নিরাপত্তা যাতে কঠোরভাবে বলবৎ থাকে সেই বিষয়েও পুলিসের সঙ্গে কথা বলা হবে বলে তিনি জানান।

  • Link to this news (২৪ ঘন্টা)