সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে মামলা হাইকোর্টে
এই সময় | ২১ আগস্ট ২০২৪
আরজি করের ঘটনায় সিবিআই নজরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বুধবার ষষ্ঠবার তিনি সিজিও কমপ্লেক্সে গিয়েছেন। এবার কি আরও বিড়ম্বনায় সন্দীপ? তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ আরও একাধিক দুর্নীতির অভিযোগ এনে ইডি তদন্তের আর্জি জানিয়ে মামলার আবেদন করা হল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের এজলাসে।অন্যদিকে, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি অতীতে একাধিক অভিযোগ তুলেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পর ফের একবার সন্দীপ ঘোষকে নিয়ে সরব হতে শোনা গিয়েছিল তাঁকে। এবার সেই আখতার আলিকে নিরাপত্তা দেওয়ার আবেদনও জানানো হল মামলায়। ইতিমধ্যেই মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে।
রবিবার আখতার আলি 'এই সময়'-কে জানিয়েছিলেন, সন্দীপের হরেক দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। এরপর প্রাণনাশের আশঙ্কাও করেন তিনি। সেই সময় দ্বারস্থ হয়েছিলেন পুলিশের। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর নেপথ্যে কোনও দুর্নীতি ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিতে নারাজ এই চিকিৎসক। তিনি দাবি করেছিলেন, 'সদ্যপ্রাক্তন অধ্যক্ষ সব জানেন বলেই আমি মনে করছি। আশা করি সিবিআই জেরায় অনেক তথ্য জানতে পারবে।'
আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার সংবাদ মাধ্যমে বলেছিলেন, ' প্রথম দিন থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এক মাসের বেশি সময় ওঁর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ছাত্ররা।' তাঁর সংযোজন ছিল, 'আমি স্পষ্টবক্তা। আরজি করে ঘুঘুর বাসা ভেঙেছি। আমার অনেক শত্রু।' এবার সেই আখতার আলির নিরাপত্তার আবেদন জানানো হল কলকাতা হাইকোর্টে।
অন্যদিকে, পরিবারের নিরাপত্তার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও। মামলায় তিনি আর্জি জানিয়েছেন, তাঁর বাড়িতে স্ত্রী, বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি এবং অন্যান্যরা রয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। বুধবার দুপুর ২টো নাগাদ সন্দীপ ঘোষের আবেদনের প্রেক্ষিতে মামলার শুনানি হওয়ার কথা বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে।
উল্লেখ্য, আরজি করের ঘটনার পর সন্দীপ ঘোষের পদত্যাগের দাবি করেছিলেন আন্দোলনকারীরা। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। চাকরি থেকে ইস্তফা দিলেও তা গ্রহণ হয়নি। অন্যত্র তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ছুটির আবেদন জানান তিনি।