• আরও সুন্দর করতে চেয়েছিলেন হাসি, ডেন্টিস্টের কাছে ৭ মাস
    এই সময় | ২১ আগস্ট ২০২৪
  • এই সময়: হাসিটা ছিল খুব প্রিয়। আর তাকে আরও সুন্দর করে তুলতে গত কয়েক মাস ধরে যাচ্ছিলেন ডেন্টিস্টের চেম্বারে। সেই হাসিই মিলিয়ে গিয়েছে অকালে। তাঁকে নিয়ে তোলপাড় আসমুদ্র-হিমাচল। বাঙালি তরুণী চিকিৎসকের এ হেন মর্মান্তিক পরিণতি বিদেশের রাস্তাতেও টেনে নামিয়েছে প্রতিবাদীদের। বিচার চেয়ে পথে অগনিত মানুষ। কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশের স্বপ্ন তাঁদের চোখে।আর তাঁর স্বপ্ন ছিল ছিমছাম, সুন্দর জীবনের। বিয়ে করে স্বপ্নের সংসার গড়ার কথা ভেবেছিলেন। এমনিতে ব্যবহারের কারণে যে তিনি জনপ্রিয় ছিলেন তা বার বার উঠে এসেছে প্রতিবেশী-বন্ধুদের কথায়। সেই মিষ্টি ব্যবহারের পাশাপাশি নিজেকে সর্বাঙ্গসুন্দর করে গড়ে তোলার দিকেও নজর ছিল তাঁর। আর সেই লক্ষ্যেই সুন্দর করতে চেয়েছিলেন হাসিটা।

    নাম প্রকাশ না-করার শর্তে তরুণীর ডেন্টিস্ট জানিয়েছেন, নিজের দাঁতের মধ্যে ফাঁক ছিল তাঁর না-পসন্দ। সম্ভবত সেই কারণেই সেট করতে চেয়েছিলেন দাঁত। গত সাত মাস ধরে তিনি তাই নিয়মিত যাচ্ছিলেন ডেন্টিস্টের কাছে। ডেন্টিস্টের কথায়, 'দাঁতে ক্লিপ করা ছিল। দীর্ঘদিনের প্রসেস। তার মধ্যে সাত মাস হয়ে গিয়েছিল। বাকি ছিল আর মাস দু-তিন।' উল্লেখ্য, ময়নাতদন্তের রিপোর্টেও নাকি উল্লেখ ছিল দাঁতের ক্লিপের কথা।

    ডেন্টিস্টের কথায়, 'এই সাত মাসে বেশ কয়েকবার আমার চেম্বারে এসেছেন। পেশেন্ট হিসেবে খুব কো-অপারেট করতেন। নিজে ডাক্তার ছিলেন বলেই বোধহয়। ব্যক্তিগত জীবন নিয়ে খুব যে একটা কথা বলতেন তা নয়। যে দিন প্রথম খবরটা পেলাম, স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। নৃশংস ঘটনা।'
  • Link to this news (এই সময়)