আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় শিউরে উঠেছে রাজ্যবাসী। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পথে নেমেছে আম জনতা। এরই মধ্যে কলকাতায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্রে করে নতুন করে শোরগোল পড়ল। বুধবার সকালে আনন্দপুর এলাকা থেকে এক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মহিলাকে খুন করা হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট সামনে না আসা পর্যন্ত এই নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেই জানাচ্ছেন তদন্তকারীরা।সূত্রের খবর, বুধবার সকাল ৬টা নাগাদ নোনাডাঙায় এক প্রাতঃভ্রমণকারী ওই মহিলার দেহ দেখতে পান। সেই সময় একটি ঝোপে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়েছিল। তিনি পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ। ওই মহিলার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
সূত্রে খবর, মহিলার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কী ভাবে তাঁর মৃত্যু হল? তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ জানাচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরেই এই নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে। ওই মহিলা কি স্থানীয় বাসিন্দা? তাঁর পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
স্থানীয়দের অভিযোগ, সেখানে পর্যাপ্ত আলো নেই। এলাকায় যাতে দুষ্কৃতীদের দাপাদাপি না বাড়ে সেই জন্য পর্যাপ্ত আলো লাগানোর আবেদন করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের তরফে।