• জলপাইগুড়িতে ভেঙে পড়ল বহুতলের অংশ
    বর্তমান | ২১ আগস্ট ২০২৪
  • নিজস্ব  প্রতিনিধি, জলপাইগুড়ি: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডে সমাজপাড়া মোড়ে রাস্তার উপর ভেঙে পড়ল বিপজ্জনক বহুতলের একটি অংশ। পাঁচতলা ওই বাড়িটির তৃতীয় তলার কার্নিশের একটি বড় অংশ মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তার উপর। ভবনটিতে এখন কেউ থাকেন না। কিন্তু নীচে বেশকিছু দোকান রয়েছে। দোকানদারদের অভিযোগ, এর আগেও পুরসভাকে চিঠি দিয়ে পরিত্যক্ত বহুতলটি ভেঙে ফেলার আর্জি জানানো হয়েছে। কিন্তু পুরসভা কোনও ব্যবস্থা নেয়নি। এদিন কপাল জোরে বেঁচে গিয়েছেন পথচারীরা। ভবনটির যা অবস্থা যে কোনও মুহূর্তে আবারও উপর থেকে চাঙর  ভেঙে পড়তে পারে। সেক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা।

    জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, ওই বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করে আগেই নোটিস দিয়ে তা ভেঙে ফেলতে বলা হয়েছে। কিন্তু বাড়ির মালিক কোনও সাড়া দেননি। এবার পুরসভার তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)