আরজি করে ফের ফরেন্সিক টিম, সিজিওতে জিজ্ঞাসাবাদ নতুন সুপারকে
এই সময় | ২১ আগস্ট ২০২৪
আরজি কর হাসপাতালের নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়কে তলব করল সিবিআই। চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে বুধবার তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। এদিন দুপুরের তিনি হাজিরা দেন। উল্লেখ্য, খুনের ঘটনাটির সময় হাসপাতলের ডিন পদে ছিলেন তিনি। অন্যদিকে, বুধবার তদন্তের স্বার্থে আরজি করে ফের যায় একটি ফরেন্সিক দল।আরজি করে ঘটনায় টানা প্রায় পাঁচদিন ধরে দফায় দফায় মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। বুধবারও তাঁকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল। এদিন সিজিওতে সন্দীপ রায় থাকাকালীনই আরজি কর হাসপাতালের নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়। প্রসঙ্গত, আরজি করে চিকিৎসক খুনের ঘটনায় হাসপাতালের তরফে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির প্রধান ছিলেন এই বুলবুল মুখোপাধ্যায়।
আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছিলেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। হাসপাতালের সুপার, অধ্যক্ষ সহ একাধিক ব্যক্তির পদত্যাগের দাবি তুলেছিলেন। ঘটনার পরেই অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই জায়গায় হাসপাতালের ডিন বুলবুল মুখোপাধ্যায়কে সুপার করা হয়।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে আরজি কর মেডিক্যালে যান সিবিআইয়ের তদন্তকারীরা। সেই সময় দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরাও সঙ্গে ছিলেন। হাসপাতালে চার তলার সেমিনার হলে নমুনা সংগ্রহের কাজ করেন তাঁরা। আজ, বুধবার ফের একবার ফরেন্সিক টিম হাসপাতালে যায়। তাহলে নতুন কোনও তথ্য হাতে এসেছে, নতুন কোনও সূত্র পেতেই ফরেন্সিক বিশেষজ্ঞরা হাসপাতালে? তৈরি হয়েছে জল্পনা।
অন্যদিকে, আরজি কর কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বারবার তলব করা হচ্ছে কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। ডাকা হয়েছে আরজি করের একাধিক আধিকারিক, চিকিৎসকদের। পরপর দু’বার জেরা করা হয়েছে পালমোনারি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে। জিজ্ঞসাবাদের সম্মুখীন হয়েছেন কলেজের পড়ুয়ারাও। এবার হাসপাতালের নতুন সুপারও সিবিআইয়ের স্ক্যানারে। উল্লেখ্য, আরজি করের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সেই মামলার শুনানিতে সিবিআইকে বৃহস্পতিবার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে