• 'বিচার চাই', সিজিও থেকে স্বাস্থ্য ভবনে পৌঁছল চিকিৎসকদের মিছিল
    এই সময় | ২১ আগস্ট ২০২৪
  • আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে গোটা দেশ। 'বিচার চাই', এই দাবিতে বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় জুনিয়র চিকিৎসকদের সংগঠন। সেখানে অংশ নিয়েছিলেন বহু সিনিয়র চিকিৎসকও।এ দিন সল্টলেক সিবিআই দপ্তর থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। চিকিৎসকদের তরফে জানানো হয়েছিল, তাঁরা সতীর্থর ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবিতে শান্তিপূর্ণভাবে এই মিছিল করবেন। বুধবার সকাল ১১টা থেকেই সিবিআই দপ্তরের সামনে জমায়েত করতে শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা 'স্বাস্থ্য ভবন অভিযান'-কে সমর্থন করেছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

    সকালে সিজিও কমপ্লেক্সের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছিল। ছিলেন মহিলা পুলিশ কর্মীরাও। আন্দোলনকারীদের দাবি, 'এই ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআই-এর হাতে। তদন্তে গতি আনার দাবি করছি।' মিছিলে অংশগ্রহণকারীদের হাতে 'বিচার চাই', 'উই ওয়ান্ট জাস্টিস' লেখা প্ল্যাকার্ড, পোস্টার। আরজি করের ঘটনা সামনে আসার পর সন্দীপ ঘোষকে আরজি করের অধ্যক্ষ পদ থেকে সরানো হয়েছিল। পরিবর্তে দায়িত্ব দেওযা হয় সুহৃতা পালকে। আন্দোলনকারীদের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর কয়েকদিন কেটে গেলেও সুহৃতাকে আরজি করে দেখা যায়নি। সুহৃতা পালের ইস্তফার দাবিও করা হয় এ দিনের মিছিল থেকে।

    বেলা সাড়ে ১২টা নাগাদ এই মিছিল শুরু হয় সিজিও কমপ্লেক্স থেকে। ধীরে ধীরে মিছিলটি অগ্রসর হতে থাকে স্বাস্থ্য ভবনের দিকে। মিছিলটি বিকাশ ভবন পেরিয়ে, সেন্ট্রাল পার্ক হয়ে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যায়। একে অপরের হাত ধরে এগিয়ে যাচ্ছিল এই মিছিল। স্বাস্থ্য ভবনের সামনেও ছিল কড়া পুলিশি নিরাপত্তা। সেখানে ডেপুটেশন জমা দিতে চান তাঁরা। এ দিন স্বাস্থ্য ভবনে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলবেন একটি প্রতিনিধি দল। সেখানে নির্বাচিত ১৫ থেকে ২০ জন থাকতে পারেন, জানা গিয়েছে এমনটাই।
  • Link to this news (এই সময়)