কলকাতায় নাবালককে যৌন নিগ্রহের অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে
হিন্দুস্তান টাইমস | ২১ আগস্ট ২০২৪
কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায় এক নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে। ঘটনায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত বাড়িওয়ালাকে আটক করেছে পুলিশ। নির্যাতিত নাবালকের দাবি, ঘটনার কথা প্রকাশ করলে প্রাণের হুমকি দিত বাড়িওয়ালা।
পড়তে থাকুন - আরজি করে খুনের পরে সঞ্জয়ের ফোন এক পুলিশকে? বারাকে গিয়ে ঘুম, সিবিআইয়ের নজরে এএসআই, প্রশ্ন শুনেই ছুট!
জানা গিয়েছে, রিজেন্ট পার্ক থানা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন নাবালক ও তাঁর মা। দীর্ঘদিন ধরে ঘরে ডেকে নিয়ে গিয়ে নাবালকের সঙ্গে কুকর্ম করত ৪৪ বছর বয়সী বাড়িওয়ালা। ঘটনার কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিত সে। মঙ্গলবার ঘটনার কথা বন্ধুদের জানায় নাবালক। এর পর মাকেও বিষয়টি জানায় সে। এর পর স্থানীয়দের সঙ্গে থানায় গিয়ে বাড়িওয়ালার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নাবালকের মা।
অভিযোগ পেয়ে রাতেই ওই বাড়িতে পৌঁছয় পুলিশ। বাড়িওয়ালাকে আটক করে নিয়ে যায় থানায়। রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। তাকে গ্রেফতার করা হয়েছে কি না তা জানা যায়নি। ওদিকে ঘটনার জেরে ভেঙে পড়েছে ১৪ বছরের কিশোর। পুলিশ তার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করেছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।