রাজ্য পুলিশে ফের রদবদল, বদলি রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা ADC
এই সময় | ২২ আগস্ট ২০২৪
আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। পুলিশের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এর মাঝেই রাজ্য পুলিশে রদবদল করার সিদ্ধান্ত।অ্য়ান্টি কোরাপশপন ব্রাঞ্চে অতিরিক্ত দায়িত্ব পাচ্ছেন IPS জাভেদ শামিম। বর্তমানে তিনি এডিজি আইবি পদের পাশাপাশি রাজ্যের অ্যাডিশনাল ডিরেক্টর সিকিউরিটি পদেও রয়েছেন। এবার ACB বিভাগের অতিরিক্তি দায়িত্ব পাচ্ছেন তিনি। অতীতে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান এবং আইনশৃঙ্খলার দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি। অ্য়ান্টি কোরাপশপন ব্রাঞ্চে অতিরিক্ত দায়িত্বে ছিলেন IPS ড. আর রাজাশেখরন। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল জাভেদ শামিমকে।
এছাড়াও, রাজ্যপালের এডিসি পদ থেকে সরানো হল আইপিএস মনীশ যোশীকে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের এডিসি পদ দেওয়া হল WBPS শান্তি দাসকে। তিনি ছিলেন রাজ্য মানবাধিকার কমিশনের অতিরিক্ত পুলিশ সুপার। অন্যদিকে, বিধাননগর পুলিশ কমিশনারেটের বিধাননগর ডিভিশনের অতিরিক্ত ডিসি হিসেবে দায়িত্ব পেলেন আইপিএস মনীশ যোশী।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচন মেটার পরেই রাজ্য পুলিশে একপ্রস্থ রদবদল করেছিল নবান্ন। IPS গৌরব শর্মা বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি পদে ছিলেন। তাঁকে পাঠান হয় এসটিএফ-এর আইজিপি পদে। আইজিপি আইবি (২) পদ থেকে IPS মুকেশকে বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি করে পাঠান হয়। IPS কোটেশ্বর রাও ছিলেন এসপি ট্রাফিক পদে। তাঁকে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার করে পাঠান হয়। আইপিএস অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন এসএস আইবি পদে। তাঁকে পুরুলিয়ার পুলিশ সুপার করা হয়। IPS ধৃতিমান সরকার বর্তমানে এসএস আইবি পদে ছিলেন। তাঁকে পাঠান হয় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে। এরকম একাধিক রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পর থেকেই রাজ্যের পুলিশের একাংশকে নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশের বিরুদ্ধেও বিভিন্ন ইস্যুতে অভিযোগের আঙুল তোলা হয়। আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনার পর থেকে অভিযোগের মাত্রা বাড়তে থাকে। এমনকী, ডার্বি ম্যাচ বাতিলের দিন ফুটবল দলের সমর্থকদের উপর লাঠিচার্জের ঘটনা নিয়েও প্রশ্নের মুখ পড়তে হয়েছিল পুলিশের একাংশকে। আরজি কর কাণ্ড নিয়ে পুলিশকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেরও।