সিভিক ভলান্টিয়ারদের জন্য অ্যাড-হক বোনাস ঘোষণা করা হল। গত বছরের তুলনায় এবার বাড়ল বোনাস। দুর্গাপুজোর কয়েক মাস আগেই সিভিক ভলান্টিয়ারদের জন্য খুশির খবর। বুধবার বোনাস সংক্রান্ত নোটিশ জারি করল নবান্ন।নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এবার অ্যাড-হক বোনাস বাবদ মোট ৬০০০ টাকা করে পাবেন কলকাতা ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়াররা। ২০২২-২৩ সালে তারা বোনাস বাবদ পেয়েছিলেন ৫৩০০ টাকা। তবে এবার বোনাসের পরিমাণ বাড়ানো হচ্ছে। সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়ল ৭০০ টাকা। এবার তাঁরা মোট ৬০০০ টাকা বোনাস পাবেন। বুধবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ৮ সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু করা হয়েছিল।
গতবার সিভিক ভলান্টিয়ারদের বোনাস নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। প্রথমে সিভিক ভলান্টিয়ারদের বোনাস ছিল ২০০০ টাকা। তবে, গতবার সেটা বাড়িয়ে করা হয় ৫,৩০০ টাকা। তবে, কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়াররা ৫ হাজার টাকা পাচ্ছেন এবং জেলার সিভিক ভলান্টিয়াররা ২ হাজার পাচ্ছেন, বোনাস নিয়ে বৈষম্য করা হচ্ছে বলা অভিযোগ তোলা হয়। বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
যদিও এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল এবং নেতা অসৎ উদ্দেশ্যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে।’ রাজ্য ও কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ারদের একই হারে বোনাস দেওয়া হবে বলে জানিয়ে দেন তিনি।