সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগে ফোনে কথা বলেছিলেন। বুধবার সন্ধ্যায় আর জি করের মৃত চিকিৎসকের বাড়িতে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তিনি। জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখবন্ধ খামে চিঠি দিয়েছেন। তবে তাতে কী রয়েছে তা বলেননি। জানালেন, চিঠিতে কী রয়েছে তা পরে জানা যাবে।
বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে কলকাতা ফিরেই মৃত চিকিৎসকদের বাড়ির উদ্দেশে রওনা দেন সি ভি আনন্দ বোস। বেশ কিছুক্ষণ মৃতার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। ঘড়ির কাঁটায় পৌনে আটটা নাগাদ তিনি বের হন। বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, “আমি সরাসরি দিল্লি থেকে কলকাতা হয়ে এখানে এসেছি। মৃতার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছি। ওনাদের আবেগটা বুঝতে পারি। নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন। আমি পাশে থাকার আশ্বাস দিয়েছি।” এদিন তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বলেও জানান। আনন্দ বোসের কথায়, “মুখ্যমন্ত্রীকে একটা মুখবন্ধ খামে চিঠি পাঠিয়েছি। তাতে কী রয়েছে, সেটা পরে প্রকাশ্যে আসবে।” এর পরই নির্যাতিতার এলাকা ছেড়ে রাজভবনের পথে রওনা হন রাজ্যপাল।
উল্লেখ্য, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুতে (RG Kar Doctor Death) উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে মশালের মতো। এই কাণ্ডের বিচার চেয়ে রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করেছেন জুনিয়র চিকিৎসকরা। বিচারের দাবিতে ১৪ আগস্ট রাতে রাজ্যজুড়ে পথে নেমেছিলেন মহিলারাও। সেই প্রতিবাদ কর্মসূচি চলাকালীনই গভীর রাতে রণক্ষেত্র হয়ে ওঠে আর জি কর হাসপাতাল। কার্যত বহিরাগতদের দখলে চলে যায় মেডিক্যাল কলেজের ক্যাম্পাস। তার পরের দিন অর্থাৎ স্বাধীনতা দিবসে আর জি কর হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল। কথা বলেছিলেন আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে।