আরজি কর নিয়ে মুখ্যমন্ত্রীকে সিল করা খামে চিঠি দিচ্ছেন রাজ্যপাল
এই সময় | ২২ আগস্ট ২০২৪
আরজি কর কাণ্ড নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্যাতিতার মা-বাবার কাছ থেকে পাওয়া বেশ কিছু তথ্য সেই চিঠিতে তুলে ধরবেন তিনি। সিল করা খামে সেই চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠাবেন বলে জানিয়েছেন বোস। তবে, চিঠির বিষয়বস্তু কী? সেটা প্রকাশ্যে আনেননি রাজ্যপাল।দিল্লি থেকে ফোনে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা হয়েছিল আগেই। বুধবার সন্ধ্যায় কলকাতায় ফিরে বিমানবন্দর থেকেই সোজা নির্যাতিতার বাড়িতে দেখা করতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্যাতিতার মা-বাবা সহ পরিবারের অন্যান্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। সেখান থেকেই বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ‘আমার সঙ্গে পরিবারের লোকজনের কথা হয়েছে। তাঁদের যন্ত্রণার কথা আমি শুনেছি। তাঁরা আমাকে কিছু কথা বলেছেন। সেই তথ্য এবং আমার নিজের সূত্র থেকে পাওয়া বেশ কিছু তথ্যের ভিত্তিতে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব। মুখবন্ধ খামে সেই চিঠি পাঠাব।’
কিন্তু, কী তথ্য থাকবে সেই চিঠিতে? বিষয়টি প্রকাশ্যে আনেননি রাজ্যপাল। তবে, নির্যাতিতার পরিবারের কোনও বক্তব্য এবং তাঁদের মেয়ের ধর্ষণ-খুনের ঘটনার সঙ্গে জড়িত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেই চিঠিতে তিনি উল্লেখ করবেন বলেই মনে করছেন অনেকে। প্রসঙ্গত, গত ১৪ অগস্ট এক্স হ্যান্ডেলে এই ঘটনা নিয়ে তাঁর মন্তব্য তুলে ধরেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেছিলেন, ‘আমাদের দায়িত্ব হল বাংলা এবং ভারতকে মহিলাদের থাকার জন্য সুরক্ষিত করে তোলা। এটা আমাদের বড় দায়িত্ব। যদি এখন আমরা সুযোগ হারাই তবে, ভবিষ্যতে আর সেই সুযোগ নাও পেতে পারি।’ পাশাপাশি, রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয় নিয়েও সমালোচনা করতে শোনা যায় তাঁকে।
আরজি কর কাণ্ডের ঘটনাপ্রবাহের মাঝেই দিল্লি উড়ে গিয়েছিলেন রাজ্যপাল। দিল্লি থেকেই তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত করছে সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার আদালতে এই তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। এখনও পর্যন্ত এই ঘটনায় সঞ্জয় ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। এর মাঝেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিশেষ কিছু তথ্য তুলে দেওয়ার কথা জানালেন রাজ্যপাল।