• বেতন কমের অভিযোগে বিষ্ণুপুর সুপার স্পেশালিটিতে কর্মবিরতি
    বর্তমান | ২২ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: বেতন কম দেওয়া হয়েছে। এমনই অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করলেন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ঠিকাকর্মীরা। বুধবার সন্ধ্যায় তাঁরা এনিয়ে বিক্ষোভও দেখান। তাঁদের অভিযোগ, প্রত্যেক ঠিকাকর্মীর ১১০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত বেতন কম দেওয়া হয়েছে। এদিনই মোবাইলে টাকা ঢোকার মেসেজ দেখে কর্মীরা ঠিকা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সন্ধ্যায় তাঁরা হাসপাতালের সামনে জড়ো হন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। 

    ঠিকা সংস্থার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ শিবম লাহা বলেন, বিভিন্ন বিভাগে প্রায় ১৪০ জন কর্মী রয়েছেন। আমাদের প্রত্যেকেরই কমবেশি ১১০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত বেতন কম ঢুকেছে। তাঁরা বিষয়টি আমাকে জানিয়েছেন। আমরা লিখিতভাবে সুপারকে বিষয়টি জানাচ্ছি। সংস্থার কর্মকর্তাদের কাছেও বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছে। বিষ্ণুপুর জেলা হাসপাতালের সুপার শুভঙ্কর কয়াল বলেন, হাসপাতালে ঠিকা কর্মীরা এদিন সন্ধ্যা থেকে কর্মবিরতি শুরু করেছেন। বিষয়টি মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মহকুমা শাসককে জানানো হয়েছে।

    বিক্ষোভকারীরা বলেন, সব জায়গায় বেতন বাড়ছে কিন্তু আমরা দিনরাত পরিশ্রম করার পরেও বেতন কমিয়ে দেওয়া হয়েছে। কী কারণে এমনটা  করা হল আমরা বুঝে উঠতে পারছি না। সেই জন্যই আমরা কাজ বন্ধ রেখে বিক্ষোভে শামিল হয়েছি। তবে ইমার্জেন্সি পরিষেবা চালু রেখেছি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)