• মুর্শিদাবাদ মেডিক্যালের কাছে রাতভর অবস্থান বিক্ষোভ
    বর্তমান | ২২ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাতভর অবস্থান বিক্ষোভে অংশ নিল জেলার ছাত্র যুব ও সংস্কৃতি মঞ্চের সদস্যরা। নাগরিক মঞ্চ গড়ে তুলে বুধবার বিকেল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের কাছে মঞ্চ বেঁধে অবস্থান শুরু করেছেন কয়েকশো যুবক-যুবতী। তিলোত্তমার ধর্ষণ ও খুনে অভিযুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন হাজির হয়েছিলেন সকলে। পাশাপাশি সিপিএমের বিভিন্ন সংগঠনের তরফে এদিন জেলা পার্টি অফিস থেকে একটি মিছিল বের করা হয়। প্রতিটি কর্মসূচিতে পুলিসের পাহারা ছিল চোখে পড়ার মতো। নাগরিক মঞ্চের তরফে সৈয়দ নুরুল হাসান বলেন, গোটা রাজ্য তথা আমাদের দেশ চাইছে তিলোত্তমার ধর্ষক ও খুনিদের গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তি দিতে হবে। গোটা রাজ্যের মানুষ পথে নেমে এসেছেন। আমরা নাগরিক মঞ্চ গড়ে তুলে সমস্ত ছাত্র যুব থেকে সংস্কৃতি মনস্ক মানুষজন একত্রিত হয়েছি। এদিন বিকেল থেকে ভোর ৪টে পর্যন্ত লাগাতার আমরা অবস্থান বিক্ষোভ করব। যদি দ্রুত অপরাধীরা শাস্তি না পায়, তাহলে আরও বড় গণ আন্দোলনের ডাক দেব আমরা।
  • Link to this news (বর্তমান)