• সিউড়িতে জাতীয় সড়কের ধারে ফেলা হচ্ছে হাসপাতাল ও নার্সিং হোমের বর্জ্য
    বর্তমান | ২২ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, সিউড়ি: সিউড়িতে জাতীয় সড়কের ধারে ফেলা হচ্ছে শহরের বিভিন্ন নার্সিং হোম ও হাসপাতালের বর্জ্য পদার্থ। রোগীদের চিকিৎসায় ব্যবহৃত গজ, ব্যান্ডেজ, প্লাস্টার, তুলো ইত্যাদি অবাধে ফেলে দেওয়া হচ্ছে জাতীয় সড়কের ধারে। ফলে ব্যাপক দূষণ ছড়াচ্ছে এলাকায়। বর্ষার সময় রোগীর ব্যবহৃত এইসব সামগ্রী থেকে জলবাহিত জীবাণু ছড়াচ্ছে এলাকার জনবসতি এলাকাগুলিতে। ফলে বসতি এলাকায় রোগ সংক্রমণের আশঙ্কায় ভুগছেন এলাকার বাসিন্দারা। সিউড়ি বড়বাগান জাতীয় সড়কের মোড় থেকে দুবরাজপুর যাওয়ার রাস্তায় এমন বিভিন্ন বর্জ্য পদার্থ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার ধারে শহরের বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত বর্জ্য সামগ্রী পড়ে রয়েছে অবাধে। তার ওপর বৃষ্টির জল পড়ে সেই আবর্জনা এলাকায় ছড়িয়ে পড়ছে। তাছাড়াও জলে সেগুলি পচে গিয়ে দুর্গন্ধও ছড়াচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। 

    কালীপুর এলাকার বাসিন্দা অনাদি দত্ত, সত্যেন্দ মাহারা বলেন, শহরের অনেক হাসপাতালের বর্জ্য পদার্থ অবাধে জাতীয় সড়কের ধারে বিভিন্ন লোকের ফাঁকা জায়গায় ফেলে দিয়ে চলে যায় কে বা কারা। সেই নোংরা আবর্জনা বৃষ্টির জলে মিশে পচে যাচ্ছে এবং বৃষ্টির জলে বয়ে গিয়ে বসতি এলাকায় দূষণ ছড়াচ্ছে। এই আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা থাকা খুবই দরকার। তা না হলে হাসপাতালের জীবাণু ছড়িয়ে পড়বে জনবসতি পূর্ণ এলাকায়। এই বিষয় সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, হাসপাতালের আবর্জনা এভাবে ফেলা উচিত নয়। নির্দিষ্ট অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 
  • Link to this news (বর্তমান)