• দাসপুর ১ ব্লকের স্কুলে আইনি সচেতনতা শিবির
    বর্তমান | ২২ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, ঘাটাল: পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে দাসপুর-১ ব্লকের রাজনগর ইউনিয়ন উচ্চ  বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল।  বুধবার ওই শিবিরে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়্যারম্যান তথা ঘাটালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ময়ূখ মুখোপাধ্যায়, ঘাটাল আদালতের অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল  ম্যাজিস্ট্রেট অমিত সরকার, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক দিব্যেন্দু নাথ, দাসপুর থানার ওসি অঞ্জনিকুমার তেওয়ারি প্রমুখ। আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্যারা লিগাল ভলান্টিয়ার সুব্রত অধিকারী বলেন, ‘এদিনের আইনি সচেতনতা শিবিরে স্কুলের ছাত্রছাত্রীদের বাল্য বিবাহ, শিশু পাচার, শিশু শ্রম এছাড়াও শিশুদের সমস্ত আইনি বিষয় সম্পর্কে ও আলোচনা করা হয়।’ বিচারকদের কার্যপ্রণালী সম্বন্ধে পড়ুয়া কমবেশি শুনেছে, পড়েছে। এদিন হল ঘরে নিজেদের চোখের সামনে বিচারকদের পেয়ে অনেকটা অবাক হয়েগিয়েছিল তারা।  এদিনের শিবির থেকে উপস্থিত স্কুলের ছাত্র ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের বোঝানো হয়, তাঁরা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছ থেকে কী কী ধরনের সুবিধা পেতে পারেন। এবিষয়ে ওই বিদ্যালয়ের এক শিক্ষক জানান, এদিনের অনুষ্ঠানটি খুবই তাৎপর্যপূর্ণ ছিল। বিষয়গুলি নিয়ে ছাত্রছাত্রীরা সচেতন হলে তাদের মাধ্যমে তাদের পরিবার, প্রতিবেশী ও আত্মীয় পরিজনরাও সচেতন হতে পারবে। শিবিরের বক্তারা জানান, তাঁরা বিভিন্ন জায়গায় এমন অনুষ্ঠান করে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের সচেতন করছেন। তাঁদের কাছ থেকে আমজনতা কী ধরনের সহযোগিতা পেতে পারেন সেটাও বলা হয়েছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)