• মেদিনীপুরে নতুন ভবনের উদ্বোধন রাইস গ্রুপের
    বর্তমান | ২২ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ছাত্রছাত্রীদের উন্নত ভবিষ্যৎ দেওয়াই প্রধান লক্ষ্য। তাই মেদিনীপুর শহরে উন্নত পরিকাঠামোযুক্ত নতুন ভবনের উদ্বোধন করল রাইস গ্রুপ। বুধবার মেদিনীপুর শহরের কেরানিটোলা স্টেশন রোডের নতুন কার্যালয়ে এলাকার বিশিষ্টজনদের সম্মান জানানো হয়। এছাড়া কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইস গ্রুপের চেয়ারম্যান ও অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায় সহ বিশিষ্টজনেরা। জানা গিয়েছে, ১৯৮৫ সালে রাইস এডুকেশনের সূচনা হয়। বেশকিছু বছর ধরে মেদিনীপুর শহরেও এই প্রতিষ্ঠানের খ্যাতি ছড়িয়ে পড়েছে। মেদিনীপুর শহরের শতাধিক পড়ুয়া রাইস এডুকেশন থেকে সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন। জানা গিয়েছে, নতুন ভবনে স্মার্ট ক্লাস রুমের ব্যবস্থা থাকছে। এছাড়া পাঠ দিচ্ছেন বিশিষ্ট শিক্ষকরা। এদিন রাইস গ্রুপের চেয়ারম্যান ও অ্যাডামাস বিশ্ব বিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায় বলেন, ছাত্রছাত্রীরাই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করেছে। তাঁদের সঠিক দিশা দেখানো আমাদের মূল লক্ষ্য। এই প্রতিষ্ঠানের বহু ছাত্রছাত্রী নিজেদের লক্ষ্যে পৌঁছতে পেরেছে।
  • Link to this news (বর্তমান)