• পুজোর আগেই নতুন রূপে সেজে উঠছে ময়নাগু঩ড়ি ডাকবাংলো, বরাদ্দ ৫৩ লক্ষ
    বর্তমান | ২২ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: অবশেষে বেহাল ময়নাগুড়ি ডাকবাংলোর সংস্কার শুরু করল জলপাইগুড়ি জেলা পরিষদ। পুজোর আগেই নতুনভাবে সেজে উঠছে ডাকবাংলো। সংস্কারের পর ডাকবাংলো লিজে দেবে জেলা পরিষদ।   ৫৩ লক্ষ টাকার বরাদ্দে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে ডাকবাংলোটিকে।

    ময়নাগুড়ি নতুন বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত ময়নাগুড়ি ডাকবাংলো। বেহাল অবস্থার জেরে ডাকবাংলাতে সেভাবে বুকিং হত না। ডাকবাংলার দেওয়ালজুড়ে ফাঁটল দেখা দিয়েছিল। বৃষ্টি হলেই ঘরে জল প্রবেশ করত। সেজন্য প্রচুর আসবাবপত্র সহ বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়েছে। একটি শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র খারাপ হয়ে রয়েছে। শৌচাগারগুলির বেহাল অবস্থা। আয়রন যুক্ত পানীয় জল। তবে এবার সমস্ত কিছু সংস্কারের পাশাপাশি অতিরিক্ত দুটি এসি রুম তৈরি করা হবে।

    ডাকবাংলোর সিঁড়ি টাইলস দিয়ে বাধানো হবে। ডাক বাংলোর পিছনে ঘরগুলিও সংস্কার হবে। ডাকবাংলোতে প্রবেশের মূল গেটটি নতুনভাবে তৈরি করা হচ্ছে। জানালাগুলো নতুন করে তৈরি হচ্ছে। সমগ্র ডাকবাংলোয় সুষ্ঠু ঩নিকাশি নালা তৈরি হবে। সামনে অংশে রকমারি আলোয় সাজিয়ে তোলা হবে।

    ডাকবাংলোর কেয়ারটেকার তাপস সাহা বলেন, আমাদের এই ডাকবাংলার পরিস্থিতি খুব খারাপ ছিল। তবে এবার সংস্কার হচ্ছে। ইতিমধ্যেই ডাকবাংলোর সামনের অংশ রং হয়ে গিয়েছে। বিভিন্ন কাজ চলছে। এর আগে বৃষ্টির জল বাংলোতে ঢুকে যেত। আমাদের প্রচুর সামগ্রী নষ্ট হয়েছে। এবার বাংলোর বিভিন্ন সামগ্রীগুলি পরিবর্তন করা হচ্ছে।

    এই ব্যাপারে জলপাইগুড়ি জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ বলেন, আমরা ময়নাগুড়ি ডাকবাংলাকে নতুনভাবে সাজিয়ে তুলছি। সেটা লিজের মাধ্যমে দেওয়া হবে। এতে ডাকবাংলাটি ভালো থাকবে।

    ময়নাগুড়ি ডাকবাংলো ২০০৪ সালে উদ্বোধন হয়েছিল। এই ডাকবাংলাতে নানা সামাজিক অনুষ্ঠানও হয়ে থাকে। দীর্ঘদিন নতুন রূপ পেতে চলেছে ডাকবাংলোটি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)