• জেলা হাসপাতাল চত্বরে গোরু, আটকে যাচ্ছে রোগী-অ্যাম্বুলেন্স
    বর্তমান | ২২ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বরে অবাধে গোরুর দল ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ, গোরুর মলমূত্রে হাসপাতালের পরিবেশ দূষিত হয়ে উঠলেও হেলদোল নেই কর্তৃপক্ষের। জেলা হাসপাতালে আসার সময় গত ৬ আগস্ট কালচিনির রাঙামাটির এক প্রসূতি অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেছিলেন। অভিযোগ উঠেছিল হাসপাতাল চত্বরে বাইক ও টোটোর অবৈধ পার্কিংয়ের জেরে ওই অ্যাম্বুলেন্স সময়মতো জরুরি বিভাগে পৌঁছতেই পারেনি। তার জেরে সদ্যোজাতের মৃত্যু হয় বলে প্রসূতির পরিবার  অভিযোগ করেছিল। রোগী ও আত্মীয়দের অভিযোগ, এই ঘটনার পরেও হাসপাতাল কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি। হাসপাতাল চত্বরে একইভাবে বেওয়ারিশ গোরুর কারণে আটকে যাচ্ছে অ্যাম্বুলেন্স। এরফলে সময়মতো রোগী নিয়ে জরুরি বিভাগে পৌঁছনো যাচ্ছে না। এক রোগীর আত্মীয় বিনয় দাস বলেন, শুধু অ্যাম্বুলেন্স আটকে যাওয়াই নয়। গোরুর মলমূত্রে হাসপাতালের পরিবেশও তো দূষিত হয়ে উঠছে। হাসপাতালের জরুরি বিভাগের পাশেই আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি ও এক্সরে বিভাগের প্যাসেজ। সেখানেও গোরু ঘুরছে। অনেক সময় গোরুর গুঁতোয় রোগীর আত্মীয়দের অনেকেই জখম হয়েছেন। কিন্তু, তারপরেও হাসপাতাল কর্তৃপক্ষের টনক নড়ছে না বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, আলিপুরদুয়ার পুরসভা সম্প্রতি শহরের রাস্তায় বেওয়ারিশ গোরু ধরার অভিযান শুরু করেছে। বেশকিছু গোরুও ধরা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুরসভা জেলা হাসপাতাল চত্বরে ঘুরে বেড়ানো গোরুও ধরুক। জেলা হাসপাতালের সুপার ডাঃ পরিতোষ মণ্ডল বলেন, হাসপাতাল চত্বরের গোরু ধরার জন্য পুরসভাকে চিঠি দেওয়া হয়েছে। পুরসভা জানিয়েছে এই মুহূর্তে তাদের গোরু রাখার স্থানটি ভর্তি হয়ে গিয়েছে। তাই কয়েকদিন পরে হাসপাতাল চত্বরে অভিযান চালাবে পুরসভা। পুরসভার ভাইস চেয়ারপার্সন মাম্পি অধিকারী বলেন, জেলা হাসপাতাল চত্বরে ঘুরে বেড়ানো গোরুও ধরার অভিযান হবে। 

     আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ভিতর চড়ে বেড়াচ্ছে গোরু।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)