• আচমকা অভিযান হবে, নিরাপত্তা বাড়ল নবান্নের
    বর্তমান | ২২ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আর জি করের ঘটনা নিয়ে সাধারণ মানুষের প্রতিবাদ বিক্ষোভে ক্রমেই মিশছে রাজনীতির রং। এই আবহে বিরোধীদের উস্কানিতে যেকোনও মুহূর্তে আন্দোলনকারীরা নবান্ন অভিযান করতে পারে আশঙ্কা করে বুধবার মূল প্রশাসনিক ভবনের সামনে নিরাপত্তা বাড়িয়েছে হাওড়া সিটি পুলিস। এদিন নবান্ন সহ আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছিল। প্রচুর সংখ্যায় লোহার ব্যারিকেড মজুত রাখা হয়েছিল। মন্দিরতলা থেকে ধর্মতলাগামী বাসের রুটও এদিন বদল করা হয়। 

    শিবপুর, কাজিপাড়া, মন্দিরতলা, নবান্ন বাসস্ট্যান্ড, কোনা এক্সপ্রেসওয়ে সহ প্রায় ১০টি গুরুত্বপূর্ণ রাস্তায় কড়া পুলিসি নিরাপত্তা নজরে এসেছে। সকালেই বিভিন্ন থানা থেকে বড় বড় বাসে করে বাহিনী আনা হয়। আন্দোলনকারীরা যাতে কোনও রাস্তা দিয়ে নবান্ন অভিমুখে আচমকা ঢুকে পড়তে না পারে, তার জন্য শিবপুর থানার কয়েকটি পেট্রলিং ভ্যান দিনভর টহল দেয়। শুধু গুরুত্বপূর্ণ রাস্তাগুলিই নয়,  নবান্নর আশপাশের বিভিন্ন ছোট রাস্তা ও গলি পরিদর্শন করেন হাওড়া সিটি পুলিসের উচ্চপদস্থ কর্তারা। পুলিসের এই কড়া বন্দোবস্ত দেখে চাঞ্চল্য ছড়ায় শিবপুর এলাকার বাসিন্দাদের মধ্যে। ‘নবান্ন অভিযান’ থাকলে হাওড়ার বিভিন্ন রাস্তা যে বন্ধ করে দেওয়া হয়, সেই অভিজ্ঞতা শহরবাসীর আছে। তবে এদিন সন্ধ্যা পর্যন্ত সেরকম কোনও অভিযান হয়নি। বাড়তি নিরাপত্তার স্বার্থে প্রশাসনের নির্দেশে মন্দিরতলা-ধর্মতলা রুটের বাসগুলি কাজিপাড়া থেকে চালানো হয়। ফলে মন্দিরতলা বাসস্ট্যান্ডে বাস ধরতে এসে যাত্রীদের অনেককেই ফিরে যেতে হয়েছে। 
  • Link to this news (বর্তমান)