• ডেঙ্গু আর মরশুমি নয়, আতঙ্ক এখন বছরভর! সমীক্ষা রিপোর্ট
    বর্তমান | ২২ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটা সময় ছিল, যখন ডেঙ্গুকে মরশুমি রোগ হিসেবে বিবেচনা করা হতো। দেখা যেত, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাড়বাড়ন্ত হয় মশাবাহিত এই রোগের। কিন্তু সেইদিন গিয়েছে। গত কয়েক বছর ধরে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ডেঙ্গুর দাপট লক্ষ করা গিয়েছে রাজ্যে। সাধারণ মানুষও এখন বুঝে গিয়েছেন, ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো রোগগুলির কোনও নির্দিষ্ট সময় নেই। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, দেশের ৮১ শতাংশ মানুষ মনে করছেন, এই মশাবাহিত রোগগুলিতে তাঁরা যেকোনও সময় আক্রান্ত হতে পারেন। শুধু বর্ষাকালেই তার প্রকোপ বাড়বে, এমনটা বিশ্বাস করেন না তাঁরা। 

    গোদরেজের করা ওই সমীক্ষা বলছে, এই বিষয়ে সবচেয়ে বেশি আতঙ্ক রয়েছে পূর্ব ভারত। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, ওড়িশা, অসমের মতো রা঩জ্যের ৮৬ শতাংশ বাসিন্দা মনে করেন, বছরভর তাঁদের ম্যালেরিয়া বা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, ছত্তিশগড় বা মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে সেই হার ৮১ শতাংশ। বরং দিল্লি, পাঞ্জাব ও উত্তরপ্রদেশের পাশাপাশি দক্ষিণের রাজ্যগুলিতেও সেই আশঙ্কা তুলনামূলকভাবে কিছুটা কম—সমীক্ষা বলছে, ৮০ শতাংশ।    
  • Link to this news (বর্তমান)