• রাজ্য পুলিসের দুর্নীতি দমন শাখার শীর্ষে জাভেদ শামিম
    বর্তমান | ২২ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিসে দুর্নীতি দমন শাখার (এসিবি) শীর্ষ দায়িত্ব দেওয়া হল আইপিএস আধিকারিক জাভেদ শামিমকে। রাজ্য পুলিসের আইবি’র এডিজি এবং সিকিউরিটি বিভাগের অতিরিক্ত ডিরেক্টর পদে আছেন জাভেদ শামিম। তার সঙ্গে দুর্নীতি দমন শাখারও অতিরিক্ত দায়িত্ব তাঁকে দেওয়া হল। পুলিস ও প্রশাসনের বিভিন্ন স্তরে আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত এসিবি করে। এই সময়ে এসিবি’র শীর্ষ পদে পরিবর্তন করে জাভেদ শামিমের মতো একজন দক্ষ আইপিএস আধিকারিককে নিয়ে আসা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক অভিযোগর তদন্ত করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই আইপিএস আধিকারিকদের নিয়ে বিশেষ তদন্তকারী টিম গঠন করেছে। ভবিষ্যতে এসিবি এই কেস নিতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। এদিকে এসিবি’র শীর্ষ দায়িত্বে থাকা এডিজি পদমর্যাদার আইপিএস আধিকারিক ডঃ আর রাজাশেখরণকে ওই পদ থেকে সরানো হলেও এডিজি সিআইডি পদে তিনি বহাল রয়েছেন। আগামী দিনে পুলিসে তাঁকে কোনও গুরুত্বপূর্ণ পদে আনা হবে কি না সেই ব্যাপারে প্রশাসনিক মহলে জল্পনা চলছে। এই রদবদলে রাজ্যপালের এডিসি পদে মহিলা ডব্লুবিপিএস আধিকারিক শান্তি দাসকে আনা হয়েছে। তিনি রাজ্য মানবাধিকার কমিশনে অতিরিক্ত পুলিস সুপার  ছিলেন। রাজ্যপালের এডিসি পদে ছিলেন আইপিএস আধিকারিক মণীশ যোশি। তাঁকে বিধাননগর কমিশনারেটে অতিরিক্ত ডেপুটি কমিশনার পদে বদলি করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)