• নয়া অধ্যক্ষও অপসারিত
    বর্তমান | ২২ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দাবি ছিল, ঘটনার দিন দায়িত্বে থাকা আধিকারিকদের অপসারণ। বুধবার দুপুরে স্বাস্থ্যভবন অভিযানেও আন্দোলনকারীরা বারবার বলছিলেন, ‘নতুন অধ্যক্ষ তো নিখোঁজ! তাঁকে সরিয়ে দেওয়াই উচিত।’ তার কয়েক ঘণ্টার মধ্যেই স্বয়ং রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম আর জি করে গিয়ে জানিয়ে এলেন, দুই দাবিই মানা হল। বর্তমান অধ্যক্ষ, সুপার, সহকারী সুপার, চেস্ট বিভাগের প্রধান—চারজনকেই সরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, বর্তমান অধ্যক্ষ ডাঃ সুহৃতা পালকে পাঠানো হয়েছে বারাসত মেডিক্যাল কলেজে। সেখানকার অধ্যক্ষ ডাঃ মানস বন্দ্যোপাধ্যায় এলেন আর জি করে। সুপার ডাঃ বুলবুল মুখোপাধ্যায়কে পাঠানো হল ফিজিওলজি বিভাগে। তাঁর পদে আনা হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সুপার ডাঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে। সহকারী সুপার সুচরিতা সরকারকে পাঠানো হয়েছে স্বাস্থ্যভবনে। চেস্ট বিভাগের প্রধান ডাঃ অরুণাভ দত্তচৌধুরীকে মালদহ মেডিক্যালে অধ্যাপক হিসেবে বদলি করা হল। এরপর কি কর্মবিরতি উঠবে? আন্দোলনকারীদের মুখপাত্র ডাঃ অনিকেত মাহাতের সাফ কথা, ‘আংশিক জয় পেলাম। তবে কর্মবিরতি উঠছে না।’ 
  • Link to this news (বর্তমান)