• অনুদান না পেয়েই প্রত্যাখানের দাবি, ‘ভুল’ স্বীকার করল দুর্গাপুজো কমিটি
    বর্তমান | ২২ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর আস্তারা গ্রামের মহিলা পরিচালিত শারদ জননী দুর্গা উৎসব কমিটি এ বছর পুজোর সরকারি অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছিল। সেই ক্লাবেরই সভাপতি জানালেন, এখনও পর্যন্ত এই ক্লাব দুর্গাপুজোর সরকারি অনুদান একবারও পায়নি। সংবাদ মাধ্যমকে ভুল বলা হয়েছে। সভাপতির এই বক্তব্য সামনে আসতেই বিরোধীদের চক্রান্ত নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল। 

    আজ জি কর হাসপাতালের ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে ক্লাবের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, এবার তাঁরা পুজোর আর্থিক অনুদানের জন্য আবেদন করবেন না। সেই সঙ্গে অপরাধীর কঠোর শাস্তির দাবি তোলা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, ২০২২ সাল থেকে অনুমোদন নিয়ে পুজো করছে এই ক্লাব। ফলে অনুমোদিত পুজোর তালিকায় তিন বছরও পূর্ণ হয়নি। অনুদানও পায়নি এই মহিলা পরিচালিত ক্লাব। ক্লাবের সভাপতি নিশা জানা বলেন, ‘গত পাঁচ বছর ধরে আমাদের পুজো হচ্ছে। গত চার বছর ধরেই আমরা অনুদান পাওয়ার জন্য চেষ্টা করছি। এবার সেই চেষ্টাও আর করা হবে না। তবে সংবাদ মাধ্যমকে যেভাবে অনুদান না নেওয়ার কথা বলা হয়েছিল, তা ঠিক নয়।’ 

    ক্লাব কর্তৃপক্ষের আগাম ওই ধরনের ঘোষণার পিছনে বিরোধী দলের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। বিজেপির চক্রান্তেই ক্লাবের কিছু সদস্য আগেভাগে ওই ঘোষণা করেছিলেন বলে দাবি শাসক দলের। এ বিষয়ে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায় বলেন, ‘যে ক্লাব কোনও বছরই পুজোর সরকারি অনুদান পায়নি, তারা কীভাবে অনুদান না নেওয়ার কথা ঘোষণা করতে পারে? শুধু তারকেশ্বর নয়, বহু জায়গায় এভাবে ক্লাবগুলিকে ভুল পথে চালিত করার চেষ্টা হচ্ছে। আশা করি, ক্লাবগুলি এই ধরনের চক্রান্তকারীদের থেকে দূরে থাকবে।’
  • Link to this news (বর্তমান)