• হাসপাতালগুলির পরিস্থিতি জানতে বৈঠকে চন্দ্রিমা  
    বর্তমান | ২২ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে ঠিক কী পরিস্থিতি রাজ্যের মেডিক্যাল কলেজগুলির, তা জানতে বুধবার জরুরি বৈঠক করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২৪টি মেডিক্যাল কলেজের শীর্ষকর্তা ছাড়াও রাজ্যের সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকও উপস্থিত ছিলেন সেখানে। টানা আন্দোলন পরিস্থিতির জন্য আউটডোর, ইন্ডোর এবং ইমার্জেন্সির অবস্থা ঠিক কেমন— বিভিন্ন মেডিক্যাল কলেজের আধিকারিকরা সেই তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে। এছাড়াও সিসিটিভি, বাথরুম, রেস্ট রুমের অবস্থা কেমন কলেজগুলিতে, সেই তথ্যও জানতে চান মন্ত্রী। প্রতিটি কলেজকে একটি কাগজ দেওয়া হয়েছে। ফর্মের মতো সেই কাগজে সুবিধা, অসুবিধা, অভাব সহ নানা বিষয়ে মেডিক্যাল কলেজগুলির অবস্থা জানিয়ে পূরণ করে জমা দিতে হবে। 
  • Link to this news (বর্তমান)