• চার লক্ষ খরচে আলো জ্বলল বাকসি সেতুতে
    বর্তমান | ২২ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতা বিধানসভার এলাকার বাকসি সেতু। দীর্ঘদিন ধরে সেতুটিতে কোনও আলোর ব্যবস্থা না থাকায় পথচলতি মানুষ, গাড়িচালকদের সমস্যা হচ্ছিল। অবশেষে সেতুটিকে আলোকিত করা হল। প্রশাসন সূত্রে খবর, সেতুটি আলো বসাতে খরচ হয়েছে সাড়ে চার লক্ষ টাকা। তবে সেতুটি আলোকিত হওয়ায় খুশি সাধারণ মানুষ।

    হাওড়ার দ্বীপাঞ্চল ভাটোরার সঙ্গে সড়কপথে যোগাযোগের জন্য দীর্ঘদিন আগে স্থানীয় গাইঘাটা খালের উপরে তৈরি হয় বাকসি সেতু। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুটি দূর্বল হয়ে পড়েছিল। পরবর্তী সময়ে এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক সুকান্ত পাল সেতুটি সংস্কারের উদ্যোগ নেন। সেইমতো পূর্তদপ্তর সেতুটি সংস্কার করে। যদিও তখনও সেতুটিতে কোনও আলো বসানো হয়নি। ফলে সেতুটি অন্ধকারেই ডুবে থাকত। তাই সেতুটিতে আলো বসানোর জন্য মানুষ বিধায়কের কাছে আবেদন জানায়। সেই মতো সেতুটি আলোকিত করা হল। বিধায়ক সুকান্ত পাল জানান, দ্বীপাঞ্চলের সঙ্গে যোগাযোগকারী এই সেতুটি অন্ধকারে থাকায় মানুষের সমস্যা হচ্ছিল। সেতুটি আলোকিত হওয়ায় তাদের সেই সমস্যা দূর হল। আগামী দিনে এখানে একটি নতুন সেতু তৈরির পরিকল্পনাও আছে বলে জানান তিনি।
  • Link to this news (বর্তমান)