• উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের নিরাপত্তায় এবার একগুচ্ছ ব্যবস্থা
    বর্তমান | ২২ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: আর জি কর হাসপাতালে হামলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজের নিরাপত্তা নিয়ে একাধিক সিদ্ধান্ত নিতে চলেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই হাসপাতালে পুলিসি নিরাপত্তা বাড়ানো হয়েছে। একইসঙ্গে অবাঞ্ছিত লোকজনের আনাগোনা ও হাসপাতাল চত্বরে বেআইনি পার্কিং বন্ধ করা নিয়েও সিদ্ধান্ত নিতে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, হাসপাতালের নিরাপত্তা নিয়ে বুধবার পুলিস আধিকারিকদের সঙ্গে বৈঠকও করে কর্তৃপক্ষ।

    উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ চত্বরে নার্সিং ট্রেনিং কলেজও আছে। অথচ হাসপাতালের বড় অংশই সিসি ক্যামেরার আওতার বাইরে রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরেই একাধিক অভিযোগ উঠেছে। পাশাপাশি হাসপাতাল চত্বরে বেআইনি গাড়ির পার্কিং, অবাঞ্ছিত লোকজনের আনাগোনা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা নিয়ে রোগীদের পরিজন থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা সরব হলেও এতদিন ফিরেও তাকায়নি কর্তৃপক্ষ। এখন আর জি করের ঘটনার পরেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে নড়চড়ে বসেছেন হাসপাতালের কর্তারা। নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতাল চত্বরে পুলিসি ক্যাম্প ছাড়াও উইনার্স টিমের টহলদারি বেড়েছে। সিসি ক্যামেরা লাগানো ছাড়াও অবাঞ্ছিত লোকজনের আনাগোনা ঠেকাতে হাসপাতালের সমস্ত কর্মীকে পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও হাসপাতালের গাড়িতে স্টিকার লাগানোর সিদ্ধন্ত হয়েছে। এ বিষয়ে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের এমএসভিপি অগ্নিহোত্রী ভট্টাচার্য বলেন, গাইডলাইন অনুযায়ী হাসপাতালে সিসি ক্যামেরা, রেস্ট রুম, শৌচালয়, পানীয় জলের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে। মহিলাদের হস্টেলে ইতিমধ্যেই লাগানো হয়েছে। এদিন থেকেই গাড়ির স্টিকার দেওয়া শুরু হয়েছে। স্টিকার ছাড়া কোনও গাড়ি হাসপাতাল চত্বরে থাকতে পারবে না। পুলিসি ক্যাম্প থাকবে, এছাড়াও পুলিস টহল দেবে। অবাঞ্ছিত লোকদের আটকাতে হাসপাতালের কর্মীদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)