• পড়ুয়ারা মিছিল করতে চাইলে ছাল গুটিয়ে দেওয়া হবে, শাসানি প্রধান শিক্ষকের
    বর্তমান | ২২ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বনগাঁ: আর জি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। দোষীদের শাস্তির দাবিতে অনড় ছাত্র-যুবরা। বুধবারও বনগাঁর অনেক জায়গায় ছাত্রছাত্রীদের পথে নামতে দেখা যায়। তবে এদিন ওই ঘটনার প্রতিবাদে পথে নামতে চেয়ে বাধার মুখে পড়তে হয় গাইঘাটা মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক তাদের বাধা দেন। ছাত্রছাত্রীদের অভিযোগ, প্রধান শিক্ষক বলেছেন, ‘এই ঘটনায় পথে নামলে মেরে ছাল গুটিয়ে দেওয়া হবে’। তাঁর এই আচরণের প্রতিবাদে এদিন স্কুলেই বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। রাস্তা অবরোধ করে তারা। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। 

    এদিন আর জি করের ঘটনার প্রতিবাদে পথে নামে ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে, মঙ্গলবার স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা প্রতিবাদ মিছিল করার জন্য প্রধান শিক্ষকের কাছে অনুমতি চায়। তারা স্কুলের শিক্ষকদেরও মিছিলে থাকার আর্জি জানায়। অভিযোগ, সেই সময় স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস ঘোষ বলেন, ‘মিছিল করলে মেরে ছাল গুটিয়ে দেওয়া হবে’। প্রধান শিক্ষকের এই মন্তব্যের প্রতিবাদে বুধবার স্কুলে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। তারা যশোর রোড অবরোধ করে। এই বিক্ষোভে শামিল হন স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। একাদশ শ্রেণির ছাত্রী রিম্পা মণ্ডল বলেন, ‘আমরা স্যরের কাছে শান্তিপূর্ণ মিছিল করার জন্য বলতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের এসবের মধ্যে থাকতে বারণ করেছেন। বলেছেন, মেরে ছাল গুটিয়ে দেবো’। পাশের ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া পারমিতা সেন বলেন, স্কুলের ছাত্রছাত্রীরাই আমাদের বলেছে যে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল করলে হেড স্যর মারবেন বলেছেন। তাঁর এই আচরণের প্রতিবাদে আমরা শামিল হয়েছি। অভিযুক্ত প্রধান শিক্ষক দেবাশিস ঘোষ তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওদের স্কুল চলাকালীন কোনও কিছু না করতে বলেছিলাম। ছুটির পর বা শুরুর আগে তারা করতেই পারত। সামনেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। সেকারণে আমি পড়াশোনায় মন দিতে বলেছিলাম’। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)