• জ্বলন্ত শলাকায় হাতি খুনের বিচার চেয়ে মিছিল দুর্গাপুরে, বন্যপ্রাণ বাঁচানোর আহ্বান
    এই সময় | ২২ আগস্ট ২০২৪
  • এই সময়, দুর্গাপুর: আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের প্রতিবাদে এ বার যোগ হচ্ছে গর্ভবতী হাতিকে হত্যার ঘটনা। আগামী ২৩ অগস্ট শুক্রবার বিকেলে হাতি-হত্যার বিচার চেয়ে প্রতিবাদে নামছে দুর্গাপুরের একাধিক পশুপ্রেমী সংগঠন। সম্প্রতি ঝাড়গ্রামে একটি মা হাতির পিঠে জ্বলন্ত শলাকা বিঁধিয়ে খুন করা হয়েছে।প্রান্তিকা মোড় থেকে ভিড়িঙ্গি পর্যন্ত প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছেও আবেদন জানানো হয়েছে। তবে ওই মিছিলে আরজি করে চিকিৎসক খুনের বিচারের দাবিও তোলা হবে। প্রতিবাদ মিছিলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বুধবার থেকেই। চলছে ব্যানার ও প্ল্যাকার্ড তৈরির কাজ।

    মিছিলে অংশ নেওয়ার জন্য প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে। মিছিল নিয়ে কথা হয়েছে পুলিশ-প্রশাসনের সঙ্গেও। মিছিল থেকে স্লোগান উঠবে, হাতি হত্যা বন্ধ করো, মা ও গর্ভবতী হাতিকে রক্ষা করো। সম্প্রতি ঝাড়গ্রামে এক মা হাতিকে লক্ষ্য করে জ্বলন্ত শলাকা ছোড়া হয়। জ্বলন্ত শলাকাটি ওই হাতিটির পিঠে গেঁথে যায়।

    যন্ত্রণায় দীর্ঘক্ষণ ছটফট করে হাতিটি। বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন বন দপ্তরের কর্মীরা। হাতিটির মৃত্যুর পর শুরু হয় তদন্ত। এখনও পর্যন্ত ওই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পরই প্রতিবাদে সরব হন পশুপ্রেমীরা। প্রতিবাদে যোগ দেন বহু মানুষ।

    দুর্গাপুরের পশুপ্রেমী অবন্তিকা শ্যাম রায় বলেন, ‘নৃশংস ভাবে হাতিটিকে হত্যা করা হয়েছে। আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবি যেমন আমরা করছি, ঠিক তেমনই হাতিটির হত্যাকারীদেরও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। এই দাবিতে ২৩ অগস্ট রাস্তায় নামছি আমরা।’ অবন্তিকা জানাচ্ছেন, জমির ফসলরক্ষা করার জন্য অনেকে তার দিয়ে এলাকা ঘিরে রাখেন।

    সেই তারে বিদ্যুৎ সংযোগও থাকে। তাতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক হাতির মৃত্যু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। দুর্গাপুরের প্রান্তিকা থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত প্রায় আড়াই কিমি পথ রাজনৈতিক দলগুলোর মিছিলের জন্য পরিচিত। এই রাস্তায় শাসক, বিরোধী বহু দলেরই মিছিল হয়েছে। তাতে অংশ নিয়েছেন রাজ্য, জাতীয় স্তরের একাধিক নেতা, মন্ত্রী।

    এ বার প্রথম এই রাস্তায় বন্যপ্রাণ হত্যার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হবে। মিছিলের এক উদ্যোক্তা আয়ুব আনসারি বলেন, ‘এই প্রতিবাদ মিছিলে সমাজের সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পশুদেরও বাঁচার অধিকার আছে। তাদের হত্যা করলে দোষীদের রেয়াত করা যাবে না। শাস্তি দিতে হবে। এটাই আমাদের দাবি।’
  • Link to this news (এই সময়)