• বারুইপুর মহকুমা হাসপাতালে মহিলা চিকিৎসককে গালিগালাজ, হুমকি
    বর্তমান | ২২ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বারুইপুর: এবার অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরি। গাড়ি রাখার প্রতিবাদে মহিলা চিকিৎসককে অশালীন ভাষায় গালিগালাজ করে হুমকি দেওয়ার অভিযোগ। অকুস্থল বারুইপুর মহকুমা হাসপাতাল। এই ঘটনায় হাসপাতালের সুপার ও স্বাস্থ্য দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বারুইপুর থানার পুলিস। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর ও পুলিস। জানা গিয়েছে, এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই চিকিৎসক।

    বারুইপুর মহকুমা হাসপাতালের আয়ুর্বেদিক ডাক্তার শবরী সেনগুপ্ত। তাঁর অভিযোগ আয়ুর্বেদিক আউটডোরের সামনেই অ্যাম্বুলেন্স রাখা হয়। এর ফলে হাসাপাতালের কর্মী এবং রোগীদের যাতায়াত করতে সমস্যা দেখা হয়। বিষয়টি নিয়ে এর আগেও তিনি স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন। সেই সময়ে বিষয়টির সাময়িক সমাধান হলেও ফের নতুন করে এই সমস্যা দেখা দেয়। ফলে ওই মহিলা চিকিৎসক অ্যাম্বুলেন্স রাখা নিয়ে ফের প্রতিবাদ জানান। অভিযোগ  এরপরই আজ অ্যাম্বুলেন্স চালকরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই মহিলা চিকিৎসক। বিষয়টি তিনি ইতিমধ্যেই হাসপাতালের সুপার ও স্বাস্থ্য দপ্তরে জানিয়েছেন। হাসপাতালে রয়েছে বারুইপুর থানার পুলিসও। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)