পিয়ালি মিত্র: অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের আর্জির জন্য বৃহস্পতিবারই শিয়ালদহ কোর্টে নিয়ে যাওয়ার কথা। সেই সঙ্গে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের আর্জি সিবিআইয়ের। গোপন জবানবন্দি নয়, সন্দীপ সহ আরও ৫ জন ডাক্তারের পলিগ্রাফ টেস্টে করাতে চায় সিবিআই। সে কারণেই তাদের অনুমতি নেওয়ার জন্য শিয়ালদহ কোর্টে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের চেম্বারে নিয়ে আসা হয়েছে সন্দীপ ও চারজন ডাক্তারকে।