ডাকটিকিট জমান? তাহলে এ বার রয়েছে স্কলারশিপের সুযোগ
এই সময় | ২৩ আগস্ট ২০২৪
বিশ্বদেব ভট্টাচার্য, আসানসোল
প্রযুক্তির কাছে হার মেনে আজ জনমানস থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে চিঠি, খাম, পোস্টকার্ড, স্ট্যাম্পের ব্যবহার। স্ট্যাম্প সংগ্রহের সেই উন্মাদনা এখন আর তাড়া করে না কৈশোরকে। অথচ প্রতি বছর ভারতীয় ডাক বিভাগ প্রকাশ করে চলেছে অজস্র ডাকটিকিট।তার কোনওটায় ব্যক্তি, কোনওটায় রয়েছে বন্যপ্রাণ, সৌধ, পর্যটন, বিজ্ঞান, ক্রীড়া, শিল্পকলা আরও কত কী। সেই পোস্টাল স্ট্যাম্প নিয়ে ছাত্রছাত্রীদের মনে আগ্রহ তৈরি করতে স্কলারশিপ ঘোষণা করেছে ভারতীয় ডাক বিভাগ।
ডাক বিভাগ থেকে জানানো হয়েছে, পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে সফল ছাত্রছাত্রীদের। এই পরীক্ষায় অংশ নিতে পারবেন ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির পড়ুয়ারা। সফল ছাত্রছাত্রীদের ৬০০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে।
আসানসোল ডাক বিভাগের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট সুব্রত সামন্ত জানান, পশ্চিম বর্ধমানের আসানসোল-দুর্গাপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলোয় ডাক বিভাগের কর্মীরা চিঠি পাঠানো শুরু করেছেন। এই বিষয়ে সহযোগিতা চেয়ে জেলার দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসকের (শিক্ষা) কাছেও চিঠি পাঠানো হবে।
ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট জানান, স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকার কাছে আবেদন করা হচ্ছে। একটি আবেদনে বলা হচ্ছে ডাকটিকিট সম্পর্কে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে স্কুলে তৈরি করা হোক ফিলাটেলিক ক্লাব।
এই ক্লাবের মাধ্যমে স্কুলের পড়ুয়ারা সরাসরি পরীক্ষার জন্য ইচ্ছাপ্রকাশ করে আবেদন করতে পারবে। তবে ক্লাব না থাকলেও কোনও পড়ুয়া ব্যক্তিগত ভাবে এই বিষয়ে উৎসাহিত হলে আবেদন করতে পারবে। পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের দ্বিতীয় দফায় স্ট্যাম্প সম্পর্কে একটি প্রজেক্ট তৈরি করে জমা দিতে হবে। এই প্রজেক্টও হবে ডাকটিকিট নির্ভর। এতে উত্তীর্ণ হলেই মিলবে ৬০০০ টাকার স্কলারশিপ।
লিখিত পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে? জানা গিয়েছে, সাধারণ জ্ঞান ছাড়াও বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, খেলাধুলো, সাংস্কৃতিক এবং সাম্প্রতিক বিষয়ের উপর প্রশ্ন আসবে। এর সঙ্গে থাকবে ফিলাটেলিক বা ডাকটিকিটের বিষয়। পরীক্ষার্থীদের মোট ৫০টি প্রশ্নের লিখিত উত্তর দিতে হবে।
এই পরীক্ষায় সফল হলে দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হবে ছাত্রছাত্রীরা। সেই ধাপে ডাকটিকিট বিষয়ক প্রজেক্টে সাফল্য মিললে পাওয়া যাবে স্কলারশিপ। পরীক্ষার জন্য আবেদন করতে হবে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে। লিখিত পরীক্ষা হবে ২৪ সেপ্টেম্বর।