• রয়্যাল বেঙ্গল টাইগারের খোঁজে ক্যামেরা ট্র্যাপ ন্যাওড়া ভ্যালি জুড়ে
    এই সময় | ২৩ আগস্ট ২০২৪
  • এই সময়, আলিপুরদুয়ার: ন্যাওড়াভ্যালি জাতীয় উদ্যানে চলতি বছরের মে মাস পর্যন্ত কমপক্ষে পাঁচ বার রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে। ছবির সংখ্যা একাধিক হলেও সেগুলি একটিই বাঘের কি না, তা এখনও স্পষ্ট নয় বন দপ্তরের কাছে। অন্যান্য বছর শুধুমাত্র শীতের মরসুমে নেওড়াভ্যালির গভীরে বাঘের দেখা মিললেও এ বার কিন্তু গরমের শুরুতেও দর্শন মিলেছে ডোরাকাটার।তাতেই বনকর্তারা মনে করছেন যে, এক কিংবা একাধিক বাঘ এখানে থাকতে শুরু করেছে। কারণ জাতীয় উদ্যানে বাঘের থাকার আদর্শ পরিবেশ রয়েছে, খাদ্য ভাণ্ডার সুনিশ্চিত। বিষয়টিকে গুরুত্ব দিয়ে আগামী অক্টোবর মাস থেকে ওই জঙ্গলটিকে ক্যামেরা ট্র্যাপে মুড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর।

    গত তিন বছর ধরে ন্যাওড়াভ্যালি ও বক্সা ব্যাঘ্র প্রকল্পে শীতের মরসুমে নিয়মিত বাঘের দেখা মিলছে। বাঘের আনাগোনা লক্ষ্য করে দুই জাতীয় উদ্যানে আরও অতিরিক্ত ৫০০টি ক্যামেরা ট্র্যাপ প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বন দপ্তর সূত্রে খবর। ওই মর্মে টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে।

    বর্তমানে ন্যাওড়াভ্যালিতে মাত্র ১৫টি ক্যামেরা ট্র্যাপ রয়েছে। বর্ষার কারণে প্রতি বছর মে মাসের শুরুতে ওই ক্যামেরা ট্র্যাপগুলি খুলে নিতে হয়। শেষ বার ক্যামেরায় ধরা পড়া বাঘটি আদৌ রয়ে গিয়েছে, নাকি অন্যত্র চলে গিয়েছে, তা বুঝতেই এ বার অক্টোবর মাস থেকে সেখানে অসংখ্য ক্যামেরা ট্র্যাপ বসানো হবে।

    এর আগে লক্ষ্য করা গিয়েছে যে, শীতের সময়ে সিকিমের পাঙ্গাখোলা জাতীয় উদ্যান থেকে ন্যাওড়াভ্যালিতে বাঘ চলে আসে। ক্যামেরা ট্র্যাপের ছবি বিশ্লেষণ করার পরে তা প্রমাণিতও হয়েছে৷ ২০২৩ সালে ন্যাওড়াভ্যালিতে যে বাঘটির দেখা মিলেছিল, ঠিক তার কয়েক মাস পর সেটিকে পাঙ্গাখোলার জঙ্গলে দেখতে পাওয়া যায়। চলতি বছরে মে মাস পর্যন্ত একটি বাঘ ন্যাওড়াভ্যালিতে রয়ে যাওয়ায়, বিষয়টি নিয়ে উৎসাহিত বনকর্তারা।
  • Link to this news (এই সময়)