• কাঁকুড়গাছির লোহাপট্টিতে আগুন, অকুস্থলে দমকলের ২০টি ইঞ্জিন
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আচমকাই আগুন লাগল কাঁকুড়গাছির লোহাপট্টিতে। গতকাল, বুধবার গভীর রাত দেড়টা নাগাদ আচমকাই আগুন লাগে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলের কর্মীরা। তবে প্রায় সাত ঘণ্টা হয়ে গেলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। ঘটনাস্থলে রয়েছে দমকলের ২০টি ইঞ্জিন। তারা পর্যায়ক্রমে কাজ করছে।

    জানা গিয়েছে, গতকাল রাতে আচমকাই লোহাপট্টিতে আগুন লাগে। সেখানে প্লাস্টিক ও দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলে ওঠে লেলিহান শিখা। আতঙ্কে স্থানীয়দের অনেকেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। এরপরই খবর দেওয়া হয় দমকলকে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। প্রথমে আসে দমকলের ৫টি ইঞ্জিন। পরে আরও ১৫টি ইঞ্জিন আসে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকলের অধিকারিকদের। সূত্রের খবর, এখনও পকেট ফায়ার রয়েছে বেশ কিছু এলাকায়। কুলিংয়ের প্রক্রিয়া চলছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও কিছুটা সময় লাগবে বলেই জানিয়েছে দমকল। তবে এই অগ্নিকাণ্ডের জেরে কোনও হতাহতের খবর মেলেনি।
  • Link to this news (বর্তমান)