শুক্রবার, ২৩ অগস্ট থেকে ফের চালু হচ্ছে শিলিগুড়ি থেকে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক। যদিও সব রকমের যানবাহন চলাচলের ব্যাপারে এখনই নির্দেশিকা জারি করা হয়নি। ধসের কারণে শেষ কয়েক সপ্তাহ ধরে জাতীয় সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়েছিল। সমস্যায় পড়েছিলেন পর্যটক থেকে শুরু করে নিত্যযাত্রীরা। জাতীয় সড়ক আংশিক চালু করার কারণে কিছুটা সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে।বৃহস্পতিবার কালিম্পংয়ের জেলাশাসক সুব্রহ্মণীয় টি নতুন নির্দেশিকা জারি করেছেন। আপাতত জাতীয় সড়ক দিয়ে ছোট গাড়ি ও ৩২ আসন বিশিষ্ট বাসগুলি চালানো যাবে বলে জানানো হয়েছে। তবে জাতীয় সড়ক হয়ে ভারী গাড়ি, পণ্যবাহী গাড়ি চালানো যাবে না। সেই গাড়িগুলিকে গরুবাথান, লাভা রুট হয়েই চলাচল করানোর কথা বলা হয়েছে।
গত জুলাই মাস পর্যন্ত শেষ চার মাসে ১১ বার বন্ধ হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। কোনও সময় ধস নামার কারণে আবার কখনও অতিবৃষ্টিতে তিস্তা নদীর জলে জাতীয় সড়ক প্লাবিত হওয়ায় এই সড়কটি যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসন, পর্যটক ও নিত্যযাত্রীদের কাছে। মূলত কালিঝোরা থেকে মেল্লি পর্যন্ত ২৬ কিলোমিটার রাস্তার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। অগস্ট মাসেও জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।