• বোলপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণ: ধৃতের পুলিস হেফাজত
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, শান্তিনিকেতন: বোলপুরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ধৃত তৃণমূল নেতা ফিরোজ খাঁকে বৃহস্পতিবার বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। সেখানে বিচারক স্মরজিৎ রায় ধৃতের পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।  জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিত ফিরোজ। অভিযোগ, ওই গৃহবধূ সেই কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় গত শনিবার রাস্তায় একা পেয়ে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে। এমনকী অভিযুক্ত তৃণমূল নেতার হাতে থাকা আগ্নেয়াস্ত্র গৃহবধুর যৌনাঙ্গে ঢুকিয়ে অত্যাচার করে। 

    বৃহস্পতিবার তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। জানা গিয়েছে, ধৃতের মোবাইল ও আগ্নেয়াস্ত্র এখনও পাওয়া যায়নি। সেগুলি খুঁজতে ও বিভিন্ন তথ্য জানার জন্য পুলিস ধৃতের পাঁচদিন হেফাজতের আবেদন করে। অতিরিক্ত জেলা দায়রা বিচারক স্মরজিৎ রায় সেই আবেদন মঞ্জুর করেন।অতিরিক্ত সরকারি আইনজীবী প্রবাল রায় বলেন, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ৬৪(১) ধর্ষণ, ৩৫১(১) হুমকি ও ভীতি প্রদর্শন সহ অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)