• নিশিগঞ্জ বাজারের রাস্তা বেহাল, সাপ্তাহিক হাটে ক্রেতা বিক্রেতাদের দুর্ভোগ বাড়ছে
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জ বাজারের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। এবার বর্ষার শুরুতে রাস্তার ১০০ মিটার জায়গায় পেভার ব্লক বসানো হলেও, আরও প্রায় ৬০০ মিটার রাস্তা জলকাদায় বেহাল। সামান্য বৃষ্টি হলেই চলাচল করতে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। যদিও নিশিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে, বাজার এলাকার রাস্তার কাজ করার মতো বরাদ্দ তাদের হাতে নেই। পঞ্চায়েত সমিতিকে এব্যাপারে জানানো হবে।

    বেহাল রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়ে আসছেন এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। নিশিগঞ্জ নতুন বাজার যাওয়ার এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানেই বসে সব্জির পাইকারি সহ কৃষিপণ্যের বাজার। সাপ্তাহিক হাটবারে সেখানে প্রচুর মানুষ আসেন। মাঠেও জলকাদা থাকায় গবাদিপশু বিক্রি করতে আসা মানুষজনকেও বিপাকে পড়তে হয়। যার কারণে এবারে বর্ষা শুরুর আগে রাস্তার ১০০ মিটার এলাকায় পেভারব্লক বসায় পঞ্চায়েত সমিতি। নিশিগঞ্জ-২ পঞ্চায়েত প্রধান রজনীকান্ত বড়ুয়া বলেন, আমাদের কাছে বাজার এলাকার রাস্তাটির কাজ করার মতো পর্যাপ্ত টাকা না থাকায় করা সম্ভব হচ্ছে না। এনিয়ে পঞ্চায়েত সমিতিকে জানানো হবে। স্থানীয় ব্যবসায়ী নিত্যজিৎ সরকার বলেন, সাপ্তাহিক হাটের দিনে বৃষ্টি না হলেও জলকাদায় চলাচল করতে সমস্যা হয়। বৃষ্টি হলে তো আরও ব্যাপক সমস্যা হয়। আমরা পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতকে বিষয়টি জানিয়েছি।

    মাথাভাঙা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন বলেন, বাজার এলাকার রাস্তাটি অনেকটাই চওড়া। ১০০ মিটার পেভার ব্লক বসাতে ১০ লক্ষ টাকা খরচ হয়েছে। আমরা এনিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে আবেদন জানাব। (বেহাল রাস্তা। - নিজস্ব চিত্র।)
  • Link to this news (বর্তমান)