• প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে টোটো, অটোর লাইন
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বাগডোগরা: স্বাস্থ্যকেন্দ্রের সামনে লেখা ‘নো হর্ন জোন’। তারপরেও যানবাহন চালকরা বাজাচ্ছেন হর্ন। এমনকী স্বাস্থ্যকেন্দ্রের গেটের সামনে অটো, টোটো পার্কিং করা হচ্ছে রোজই। যার ফলে রোগী নিয়ে আসা  অ্যাম্বুলেন্স আটকে পড়ছে গেটের মুখেই। এমনই অবস্থা বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বাইরে। 

    এশিয়ান হাইওয়ে-২ এর পাশে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। বাগডোগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে স্বাস্থ্যকেন্দ্রের সামনে ‘নো হর্ন জোন’ বোর্ড লাগানো হয়েছে। টোটো, অটো পার্ক করতে নিষেধ করা হয়। ট্রাফিক পুলিস মাঝেমধ্যে অভিযান চালালেও এক-দু’দিন পর আগের অবস্থাতেই ফিরে আসে। এ বিষয়ে বাগডোগরা ট্রাফিক গার্ডের ওসি স্বপন রায় জানান, বিষয়টি নজরে রাখা হচ্ছে। মাঝেমধ্যেই অভিযান চালানো হয়। আগে যানজট বেশি হতো। সেই তুলনায় এখন অনেকটাই যানজট কমেছে। হাটের দিন করে অভিযানে যাওয়া হবে।
  • Link to this news (বর্তমান)