• ডাক্তার বদলি ঘিরে মালদহ মেডিক্যালে প্রবল অসন্তোষ
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত ও মালদহ : চিকিৎসক বদলি নিয়ে নতুন করে ক্ষোভ দানা বেঁধেছে রাজ্যের দুই মেডিক্যাল কলেজ হাসপাতালে। মালদহ ও বারাসতের জুনিয়র চিকিৎসকরা এক সুরে প্রতিবাদ জানিয়েছেন। আর জি কর থেকে যাওয়া দুই চিকিৎসককে মেনে নিতে চাইছেন না সেখানের জুনিয়র ডাক্তাররা। আর জি করের চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। সেই খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার আন্দোলন শুরু করেছেন জুনিয়ার ডাক্তাররা। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে ঢোকার মুখে সিঁড়িতেই ফের আন্দোলনে বসেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনরত জুনিয়র ডাক্তার সুহানি সার্কি বলেন, মালদহ মেডিক্যাল কলেজ কোনও ডাম্পিং গ্রাউন্ড নয় যে আর জি করে প্রত্যাখ্যাত হয়ে এখানের পরিবেশ খারাপ করবে। উনি এলে সবাই এক জোট হয়ে লড়াই করার চেষ্টা করব। অন্যদিকে, বুধবার রাতে আর জি করের সদ্য নিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পালকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে। কিন্তু তাঁকে মেনে নিতে রাজি নন সেখানকার জুনিয়র চিকিৎসকরাও। এদিকে, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবার স্বাস্থ্যভবনের ওএসডি করা হয়েছে। শুরু হয়েছে নয়া বিতর্ক।
  • Link to this news (বর্তমান)