• সুরুন গ্রামে মারধরে বৃদ্ধার মৃত্যুতে ধৃত আরও এক
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, ইটাহার: সুরুন গ্রামে গণপ্রহারে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আরও এক জন। বুধবার রাতে ইটাহারের গোঠলু এলাকা থেকে আকালুকে গ্রেপ্তার করে পুলিস। বৃহস্পতিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তুলে ৩ দিনের হেফাজতে নিয়েছে পুলিস। অভিযুক্ত আরও ৪ জন এখনও পলাতক। গত ১৪ আগস্ট ছাগলের পাটখেত নষ্ট করে দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে গণ্ডগোল বাধে বৃদ্ধা মমেনা বিবির।

    অভিযোগ, সেসময় অভিযুক্ত আকালু সহ তার পরিবারের সদস্যরা বৃদ্ধাকে ব্যাপক মারধর করে। ঘটনার একদিন পর মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধার। ইটাহার থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে পুলিস প্রথমে নুরজাহান বিবি নামে একজনকে গ্রেপ্তার করে। বাকিরা পলাতক ছিল।  
  • Link to this news (বর্তমান)