• বুদ্ধ-স্মরণ মঞ্চ থেকে যুবদের সংগঠনের পাঠ দিলেন বিমান
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা থেকে জনসংযোগ আরও দৃ‌ঢ় করার বার্তা দিলেন বাম নেতৃত্ব। বুদ্ধদেববাবুর কর্মপদ্ধতির উদাহরণ তুলে ধরে স্মরণসভার মঞ্চ থেকে বিমান বসু নব নেতাদের বুঝিয়ে দিলেন, সংগঠন কীভাবে করতে হয়। তিনি বললেন, ‘অনেকেরই বদ্ধমূল ধারণা, শুধু বক্তৃতা দিয়েই সংগঠন করা যায়। বুদ্ধদেব শুধু বক্তৃতা দিয়ে সংগঠন করার কথা ভাবতেন না। তিনি সদস্যদের কথা জানতেন, অবস্থার কথা বিচার করে সমাধান বাতলে দিতেন। একটা সভা করে, সংগঠনের কাজ না করে চলে আসতেন না।’ 

    আর জি করে সম্প্রতি মৃত পড়ুয়ার স্মৃতির উদ্দেশে স্মরণসভায় নীরবতা পালনও করা হয়। বিমান বসু ছাড়াও এদিন বক্তব্য রাখেন সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম প্রমুখ। অসুস্থতার কারণে থাকতে পারেননি সিপিএমের সাধারণ সম্পাদক, পরিবর্তে তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। নেতাজি ইন্ডোরের পূর্ণ প্রেক্ষাগৃহ থেকে এদিন আর জি কর কাণ্ডে সুবিচারের দাবিতে স্লোগান ওঠে। স্মরণসভায় বামদলগুলোর প্রতিনিধিরা এবং কংগ্রেসের তরফে প্রদীপ ভট্টাচার্য ও আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এসেছিলেন প্রাক্তন ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়, শিক্ষাবিদ পবিত্র সরকার সহ অনেক বিশিষ্ট নাগরিক। কিন্তু বিতর্কের দাগ সেই থেকেই গেল। রাজ্য সিপিএম আয়োজিত এই স্মরণসভায় আমন্ত্রিত হলেন না তৃণমূল-বিজেপির কেউ। রাজনৈতিক সৌজন্যের প্রশ্ন রাখল সংশ্লিষ্ট মহলের একাংশ। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)