• মডেল প্রশ্ন সাইটে না থাকা নিয়ে ব্যাখ্যা দিল সংসদ
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের মডেল প্রশ্নপত্র কেন ওয়েবসাইটে তুলে দেওয়া হবে না, এই প্রশ্ন তুলতে শুরু করেছে শিক্ষকদের একাংশ। সোমবার থেকে এই মডেল প্রশ্নপত্রগুলি আঞ্চলিক অফিস থেকে বিক্রি করতে শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক সংগঠনের নেতা চন্দন গড়াই প্রশ্ন তোলেন, তাহলে কি বিক্রির জন্যই এই প্রশ্নগুলি ওয়েবাসাইটে তুলে দেওয়া গেল না? তবে, সেপ্টেম্বরে, একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের প্রশ্নপত্র তৈরির জন্য সমস্ত বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে এই আদর্শ প্রশ্নপত্র পৌঁছে যাওয়া দরকার। কারণ, নতুন সিলেবাসের ভিত্তিতে শুধুমাত্র তাঁরাই প্রশ্নপত্র তৈরি করবেন। এদিকে, বহু জেলার স্কুল থেকে আঞ্চলিক অফিসের দূরত্বের কারণে সেখানে গিয়ে প্রশ্নপত্র কিনতে দেরি হচ্ছে। সব মিলিয়ে শিক্ষকদের প্রস্তুতিও পিছিয়ে যাচ্ছে। সংসদের এক কর্তা বলেন, মডেল প্রশ্নপত্র তৈরি করার জন্য শিক্ষকদের সাম্মানিক দিতে হয়েছে। সরকারি প্রেস থেকে ছাপানোর খরচও সংসদ দিয়েছে। ওয়েবসাইটে সেই মডেল প্রশ্নপত্র তুলে দিলে কেউ সেটা কিনত না। ফলে সেই বাবদ করা খরচও উঠত না।
  • Link to this news (বর্তমান)