• অচিরাচরিত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির আশা
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে যে বিদ্যুৎ উৎপাদিত হয়, তার প্রায় ৭২ শতাংশ দখল করে থাকে তাপবিদ্যুৎ। ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে দেশের তাপবিদ্যুৎ উৎপাদনের হার ৫ শতাংশ কমবে। সেই জায়গা দখল করবে অচিরাচরিত বিদ্যুৎ। এমনটাই জানাচ্ছে ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল। তাদের বক্তব্য, ২০১৯-২০ অর্থবর্ষে মোট বিদ্যুৎ উৎপাদনের ৬৯ শতাংশ দখল করে রেখেছিল তাপবিদ্যুৎ। গত অর্থবর্ষ পর্যন্ত তা ধাপে ধাপে বাড়তে শুরু করে। এর মূল কারণ ছিল বিদ্যুতের সামগ্রিক চাহিদা বৃদ্ধি। গত চার বছরে দেশে সামগ্রিকভাবে বিদ্যুতের চাহিদা বেড়েছে ৭ শতাংশ, জানাচ্ছে ক্রিসিল। তাদের বক্তব্য, আগামী দু’বছরে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেতে পারে ৫ থেকে ৬ শতাংশ হারে। কিন্তু অচিরাচরিত শক্তি উৎপাদন বৃদ্ধি পেতে পারে ২০ শতাংশ হারে। তা বর্ধিত চাহিদা পূরণে বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)