• বিমানবন্দর সংলগ্ন অংশে জমা জলের সমস্যা সমাধানে যৌথ পর্যবেক্ষক দল
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমানবন্দরে প্রবেশের পথে কৈখালিতে বৃষ্টি হলেই জল জমে যাওয়ার ছবি ধরা পড়ে। যার জেরে বিমানবন্দরে আসার সময় যাত্রীদের তুমুল অসুবিধার মুখোমুখি হতে হয়। বিমান যাত্রীদের স্বার্থে কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হল বৃহস্পতিবার এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটির বৈঠকে। এই কমিটির চেয়ারম্যান দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বিধাননগর পুরসভার পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তী ও বিমানবন্দরের পার্শ্ববর্তী পুরসভাগুলির প্রতিনিধিরা। বিমানবন্দরে অধিকর্তা এবং অন্যান্য আধিকারিকরাও বৈঠকে ছিলেন। 

    বৃষ্টির মরসুমে প্রায়শই কৈখালিতে জল জমে যায়, যার ফলে গাড়ি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করতে সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার কথা তুলে ধরে বিমানবন্দর কর্তৃপক্ষ। যদিও বিধাননগর পুরসভার দাবি, রানওয়ের জল থেকে সমস্যা হচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, একটি যৌথ পর্যবেক্ষক দল গঠন করে সমস্যার সমাধান করা হবে। এই যৌথ পর্যবেক্ষক দলে থাকবেন বিমানবন্দর, পুরসভা ও পূর্ত বিভাগের প্রতিনিধিরা। তাঁরা যাবতীয় বিষয় সরেজমিনে দেখে রিপোর্ট তৈরি করবেন। এদিন এয়ারপোর্ট অ্যাডভাইজরি কমিটির বৈঠকে আলোচনা হয়েছে, বিমানবন্দরের সম্প্রসারণ, যাত্রী সুরক্ষা সংক্রান্ত বিষয়েও। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)