• নবান্ন অভিযানের পরদিন তৃণমূলের ছাত্র সমাবেশ, প্রস্তুতি বৈঠক মমতার
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর ওই দিনে ধর্মতলা সংলগ্ন মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশ করে তৃণমূল। এবছরও সমাবেশের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন। ২৮ আগস্টের প্রস্তুতি কেমন হচ্ছে, তা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে ডেকে পাঠানো হয় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। দলীয় সূত্রে খবর, ২৮ আগস্টের প্রস্তুতি নিয়ে স্ববিস্তারে খোঁজ-খবর নিয়েছেন মমতা। গুরুত্বপূর্ণ হল, ২৭ তারিখ নবান্ন অভিযানের কর্মসূচিতে নৈতিক সমর্থন দিয়েছে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি। ফলে নবান্ন অভিযানের কর্মসূচির পরদিন তৃণমূলের তরফে ছাত্র সমাবেশ নিয়ে বাড়তি কৌতূহল রয়েছে। যে সমাবেশে প্রধান বক্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাবেশে রেকর্ড সংখ্যক জমায়েতের টার্গেট নেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা মেয়ো রোডে আসা এবং সমাবেশের পর বাড়ি ফিরে নিয়ে যাওয়া নিয়ে একাধিক পরিকল্পনা প্রস্তুত হয়েছে। আর জি করের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে আওয়াজ উঠবে তৃণমূলের ছাত্র সমাবেশ থেকে। এছাড়াও তৃণমূল সরকারের আমলে নারী ক্ষমাতায়নের উপর যে গুরুত্ব আরোপ করা হয়েছে, সেই প্রেক্ষাপট উঠে আসবে তৃণমূলের ছাত্র সমাবেশে। ফলে ওই সমাবেশ থেকে মমতা গোটা ছাত্র সমাজের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছেন বলেই খবর। এছাড়াও দলীয় সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় বিজেপি, সিপিএম যে অপপ্রচার ও ফেক ভিডিও প্রকাশ করছে, তার বিরোধিতায় তৃণমূলের ছাত্র সমাজকে সোচ্চার হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা।-ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)