• বিডিও অফিসে সংঘর্ষ তৃণমূল-সিপিএমের
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বৃহস্পতিবার সন্ধ্যায় আমডাঙা বিডিও অফিসে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে উত্তেজনা ছড়াল। তৃণমূল নেতা কর্মীদের মারধরের পাশাপাশি ধারাল অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে দু’পক্ষের একাধিক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। মারাত্মকভাবে জখম হয়েছেন আমডাঙা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুর ইসলাম। তিনি বলেন, সিপিএমের হামলায় আমাদের ১০ জন কর্মী জখম হয়েছে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ উড়িয়ে সিপিএম নেতৃত্বের দাবি, নুর ইসলাম অনৈতিকভাবে এলাকার বহু জমি দখল করেছে। ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে গিয়ে এ নিয়ে সরব হতেই তাদের মারধর করেছে তৃণমূল। কারা আগে হামলা করল বিডিও অফিসে সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই স্পষ্ট হয়ে যাবে। এদিকে আমডাঙা থানার পুলিস জানিয়েছে, দু'পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)